২০০ জনের বেশি যুদ্ধবন্দি বিনিময় করলে ইউক্রেন ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i117880-২০০_জনের_বেশি_যুদ্ধবন্দি_বিনিময়_করলে_ইউক্রেন_ও_রাশিয়া
রাশিয়া ও ইউক্রেন নিজেদের মধ্যে অন্তত ২০০ যুদ্ধবন্দি বিনিময় করেছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর গত ১০ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের সময় এসব সেনা পরস্পরের বাহিনীর হাতে বন্দি হয়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০১, ২০২৩ ১০:০৮ Asia/Dhaka
  • ২০০ জনের বেশি যুদ্ধবন্দি বিনিময় করলে ইউক্রেন ও রাশিয়া

রাশিয়া ও ইউক্রেন নিজেদের মধ্যে অন্তত ২০০ যুদ্ধবন্দি বিনিময় করেছে। গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর গত ১০ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের সময় এসব সেনা পরস্পরের বাহিনীর হাতে বন্দি হয়েছিল।

ইউক্রেন গতকাল (শনিবার) রাশিয়ার ৮২ সৈন্যকে মুক্তি দিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর প্রধান অ্যান্দ্রি ইয়েরমাক জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের ১৪০ সেনাকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ১৩২ জন পুরুষ ও আটজন নারী বলে তিনি জানান।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করার বিষয়ে আলোচনা সম্পূর্ণ বন্ধ থাকা সত্ত্বেও বিগত মাসগুলোতে দু’দেশের মধ্যে শত শত বন্দি বিনিময় হয়েছে। মস্কো এখন পর্যন্ত ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চল দখল করে নিয়েছে।

মস্কো বলছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের রুশ-পন্থি জনগণকে কিয়েভের নিপীড়নের হাত থেকে রক্ষা করা এবং ইউক্রেনকে ‘নাৎসিমুক্ত’ করার লক্ষ্যে দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করা হয়েছে। রাশিয়া আরো বলেছে, পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তার রোধ করতে বিশেষ করে প্রতিবেশী ইউক্রেনের এই জোটে অন্তর্ভুক্তি ঠেকিয়ে দিতে সামরিক অভিযান চালানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।