একান্ত অনুরোধ সত্ত্বেও ইউক্রেনকে এম-১ আব্রামস ট্যাংক দেবে না আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i118096-একান্ত_অনুরোধ_সত্ত্বেও_ইউক্রেনকে_এম_১_আব্রামস_ট্যাংক_দেবে_না_আমেরিকা
ইউক্রেনের একান্ত অনুরোধ সত্ত্বেও মার্কিন সরকার ইউক্রেনকে এম-ওয়ান আব্রামস ট্যাংক দেবে না বলে একটি মার্কিন পত্রিকা খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আব্রামস ট্যাংটির অনেক বেশি জ্বালানি প্রয়োজন হয় এবং এটির দ্রুত ধ্বংস হয়ে যাওয়ার প্রবণতার কারণে ইউক্রেনের সেনাবাহিনী এটি ব্যবহার করে সুবিধা করে উঠতে পারবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৬, ২০২৩ ১০:৩৮ Asia/Dhaka
  • একান্ত অনুরোধ সত্ত্বেও ইউক্রেনকে এম-১ আব্রামস ট্যাংক দেবে না আমেরিকা

ইউক্রেনের একান্ত অনুরোধ সত্ত্বেও মার্কিন সরকার ইউক্রেনকে এম-ওয়ান আব্রামস ট্যাংক দেবে না বলে একটি মার্কিন পত্রিকা খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আব্রামস ট্যাংটির অনেক বেশি জ্বালানি প্রয়োজন হয় এবং এটির দ্রুত ধ্বংস হয়ে যাওয়ার প্রবণতার কারণে ইউক্রেনের সেনাবাহিনী এটি ব্যবহার করে সুবিধা করে উঠতে পারবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবশ্য গত বুধবার ভিডিও কলের মাধ্যমে মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে এই ট্যাংককে তার দেশের পক্ষ থেকে ওয়াশিংটনের কাছে চাওয়া ‘অন্যতম প্রধান দরখাস্ত’ বলে বর্ণনা করেন। তিনি দাবি করেন, ইউক্রেনের সেনাবাহিনী মার্কিন ট্যাংক ও যুদ্ধবিমিান চালাতে অত্যন্ত পারদর্শী। 

মার্কিন সরকার ইউক্রেনকে সামরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন পর্যন্ত ইউক্রেনকে প্রায় পাঁচ হাজার ডলার মূল্যের সমরাস্ত্র দিয়েছে।

বিশ্বব্যাপী বড় বড় যুদ্ধে ব্যবহৃত ভারী যুদ্ধাস্ত্র হিসেবে এম-ওয়ান আব্রামসের সুনাম রয়েছে। সাধারণত এটির ওজন ৬০ টন হলেও আমেরিকা এর সর্বশেষ যে ভার্সন তৈরি করেছে তার ওজন ৭৩ টন বলে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে। তবে প্রতি মাইল চলতে ট্যাংকটির জ্বালানি ও মেরামত বাবদ প্রায় ৪৫০ ডলার খরচ হয় যা মোটেও সাশ্রয়ী নয়।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।