২০২২ সালে ১৬৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির শিকার আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i118292-২০২২_সালে_১৬৫_বিলিয়ন_ডলারের_ক্ষয়ক্ষতির_শিকার_আমেরিকা
ভয়াবহ সামুদ্রিক ঝড় হারিকেন, দাবানল, টর্নেডো, খরা এবং প্রচণ্ড রকমের শীতকালীন ঝড় ও তুষারপাতে সদ্য বিদায়ী বছর ২০২২ সালে আমেরিকা ১৬৫ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির শিকার হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে যে আবহাওয়াগত বিপর্যয় দেখা দিচ্ছে তারই ফলে আমেরিকা এইসব প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। গতকাল (মঙ্গলবার) মার্কিন সরকারি রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২৩ ১২:২৬ Asia/Dhaka
  • ২০২২ সালে ১৬৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতির শিকার আমেরিকা

ভয়াবহ সামুদ্রিক ঝড় হারিকেন, দাবানল, টর্নেডো, খরা এবং প্রচণ্ড রকমের শীতকালীন ঝড় ও তুষারপাতে সদ্য বিদায়ী বছর ২০২২ সালে আমেরিকা ১৬৫ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির শিকার হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে যে আবহাওয়াগত বিপর্যয় দেখা দিচ্ছে তারই ফলে আমেরিকা এইসব প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। গতকাল (মঙ্গলবার) মার্কিন সরকারি রিপোর্টে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন তাদের রিপোর্টে বলেছে, ২০২২ সালে ১৮টি আবহাওয়াগত প্রাকৃতিক দুর্যোগের মখে পড়েছে আমেরিকা। তবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে হারিকেন আয়ানের কারণে যাতে ক্ষতি হয়েছে ১২৩ বিলিয়ন ডলার। গত অক্টোবর মাসে হারিকেন আইয়ান ফ্লোরিডা, সাউথ এবং নর্থ ক্যারোলাইনায় আঘাত হানে।

ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন তাদের রিপোর্টে বলেছে, চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বেড়ে চলেছে এবং তা স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।