হাঙ্গেরির প্রায় সব মানুষ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে
https://parstoday.ir/bn/news/world-i118466-হাঙ্গেরির_প্রায়_সব_মানুষ_রাশিয়ার_ওপর_নিষেধাজ্ঞা_আরোপের_বিরোধিতা_করে
হাঙ্গেরির প্রায় সব মানুষ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৫, ২০২৩ ১০:৫৩ Asia/Dhaka
  • হাঙ্গেরির প্রায় সব মানুষ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে

হাঙ্গেরির প্রায় সব মানুষ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে। নতুন এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপ রিপোর্টে দেখা যায়- হাঙ্গেরির শতকরা ৯৭ ভাগ মানুষ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিরোধী। তারা মনে করে, এতে হাঙ্গেরির অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হবে। দেশব্যাপী চালানো এই জরিপের ফলাফল গতকাল (শনিবার) বুদাপেস্ট সরকার ঘোষণা করেছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে দেয়া এক পোস্টে হাঙ্গেরি সরকার জানিয়েছে, রাশিয়র ওপর নিষেধাজ্ঞা আরোপের ধারণাকে শতকরা ৯৭ ভাগ মানুষ প্রত্যাখ্যান করেছে। তারা মনে করে, এ ধরনের নিষেধাজ্ঞা দেশের অর্থনীতিকে মারাত্মক ক্ষতির মুখে ফেলবে। সেক্ষেত্রে বার্তা পরিষ্কার যে, ব্রাসেলসকে নিষেধাজ্ঞার নীতি অবশ্যই পর্যালোচনা করতে হবে।

হাঙ্গেরি সরকারের এক নারী মুখপাত্র বলেন, রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞা ইউক্রেন সংঘাত বন্ধ করতে ব্যর্থ হয়েছে কিন্তু ইউরোপের জন্য অনেক সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে। এই ব্যর্থ চেষ্টার বিষয়টি এখন হাঙ্গেরির জনগণ প্রত্যাখ্যান করছে এবং রাশিয়ার তেল ও গ্যাসের ওপর তারা নিষেধাজ্ঞা দেখতে চায় না।

ওই মুখপাত্র আরো বলেন, জনমত জরিপের অংশ নেয়া লোকজন সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে, তারা নিষেধাজ্ঞার, এই নিষেধাজ্ঞার কারণে খাদ্যমূল্য এবং বাসাভাড়া অনেক বেশি বেড়েছে যা ইউরোপীয় পর্যটনের জন্য বাড়তি বোঝা হয়ে দেখা দিয়েছে।

হাঙ্গেরির এ মুখপাত্র বলেন, তার দেশই ইউরোপের প্রথম কোনো দেশ যারা এই ধরনের নিষেধাজ্ঞের প্রভাব নিয়ে জনমত জরিপ চালালো। তিনি এই জরিপকে সরকারের জন্য দিক নির্দেশিকা বলে উল্লেখ করেন। সরকার পরিচালিত জনমত জরিপে সার্বিয়ার ১৪ লাখ মানুষ অংশ নিয়েছে বলে এই মুখপাত্র জানান।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।