ইসরাইল থেকে গোপনে গোলাবারুদ ইউক্রেনে পৌঁছে দিচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i118612
আমেরিকা গোপনে লাখ লাখ গোলাগুলি ইহুদিবাদী ইসরাইলের গুদাম থেকে ইউক্রেনে পৌঁছে দিচ্ছে। ইসরাইলে আমেরিকার জরুরি মজুদের নামে এসব গোলাবারুদ ইউক্রেনে নেয়া হচ্ছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৮, ২০২৩ ১৯:৩৩ Asia/Dhaka
  • রাশিয়াকে মোকাবেলা করছে ইউক্রেন
    রাশিয়াকে মোকাবেলা করছে ইউক্রেন

আমেরিকা গোপনে লাখ লাখ গোলাগুলি ইহুদিবাদী ইসরাইলের গুদাম থেকে ইউক্রেনে পৌঁছে দিচ্ছে। ইসরাইলে আমেরিকার জরুরি মজুদের নামে এসব গোলাবারুদ ইউক্রেনে নেয়া হচ্ছে।

নিউ ইয়র্ক টাইমস আজ (বুধবার) কয়েকজন মার্কিন ও ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে কোনো সংঘাত বাধলে তা মোকাবেলার জন্য ইসরাইলে আমেরিকার যে জরুরি গোলাবারুদের মজুদ রয়েছে তা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ রাশিয়াকে মোকাবেলার জন্য ইউক্রেনে পাঠানো হচ্ছে।
নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওয়াশিংটন এবং তেলাবি ৩ লাখ শেল ইউক্রেন পাঠানোর ব্যাপারে রাজি হয়েছে। এর মধ্যে অর্ধেক শেলই আগে ইউক্রেনে পাঠানো হয়েছে। এসব গোলা ইউরোপে নেয়া হবে এবং চূড়ান্তভাবে তা পোল্যান্ড হয়ে ইউক্রেনে ঢুকবে।
নিউ ইয়র্ক টাইমসের খবর অনুসারে, মার্কিন কর্মকর্তারা ঘটনার আড়ালে থেকে ইসরাইল থেকে এসব গোলা বরুদ সংগ্রহ করছেন যাতে চলতি ২০২৩ সালে ইউক্রেনের জন্য পর্যাপ্ত গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করা যায়।
চলতি বছর আমেরিকা ইউক্রেনকে ১০ লাখের কিছু বেশি ১৫৫ মিলিমিটারের কামানের গোলা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। চলমান যুদ্ধে কিয়েভের সেনাদের জন্য আর্টিলারি শেলই এখন প্রধান যুদ্ধ উপকরণ হয়ে দাঁড়িয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।