ইরানি জাহাজের রেজিস্ট্রেশন বাতিলের দাবি প্রত্যাখ্যান করল তেহরান
https://parstoday.ir/bn/news/world-i118784-ইরানি_জাহাজের_রেজিস্ট্রেশন_বাতিলের_দাবি_প্রত্যাখ্যান_করল_তেহরান
ইরানের কয়েক ডজন বাণিজ্যিক জাহাজ ও ট্যাংকারের রেজিস্ট্রেশন বাতিল করার যে দাবি পানামা করেছে তাকে ‘তুচ্ছ বিষয়’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, আন্তর্জাতিক পানিসীমায় পণ্য সরবরাহ করার জন্য তার নিজস্ব শত শত জাহাজ রয়েছে এবং সেগুলো ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে যাবে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৩ ১০:২২ Asia/Dhaka
  • ইরানি জাহাজের রেজিস্ট্রেশন বাতিলের দাবি প্রত্যাখ্যান করল তেহরান

ইরানের কয়েক ডজন বাণিজ্যিক জাহাজ ও ট্যাংকারের রেজিস্ট্রেশন বাতিল করার যে দাবি পানামা করেছে তাকে ‘তুচ্ছ বিষয়’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, আন্তর্জাতিক পানিসীমায় পণ্য সরবরাহ করার জন্য তার নিজস্ব শত শত জাহাজ রয়েছে এবং সেগুলো ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে যাবে ইরান।

ইরানের পোর্টস এন্ড মেরিটাইম অর্গানাইজেশন বা পিএমও’র পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে পানামার মেরিটাইম অথোরিটি বা এএমপি দাবি করেছিল, তারা গত চার বছরে ইরানের রাষ্ট্রীয় তেল কোম্পানির ১৩৬টি জাহাজের রেজিস্ট্রেশন বাতিল করেছে

এর জবাবে পিএমও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে রাজনৈতিক উদ্দেশ্যে পানামা এ সিদ্ধান্ত নিয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে, “সাম্রাজ্যবাদী মার্কিন সরকারের রাজনৈতিক চাপে পানামা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তা ইরানের কাছে একটি তুচ্ছ ঘটনা” পিএমও একইসঙ্গে এ ধরনের ঘোষণার আইনগত ও আন্তর্জাতিক জটিলতার বিষয়টি বিবেচনা করার জন্য এএমপির প্রতি আহ্বান জানিয়েছে

চলতি বছরের গোড়ার দিকে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয় যে, আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২২ সালের দ্বিতীয়ার্ধে ইরানের তেল রপ্তানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে এ খবরে আমেরিকার ইরান-বিদ্বেষী লবি উষ্মা প্রকাশ করে তারা দাবি করে, ইরানি জাহাজ পানামার নামে রেজিস্ট্রি করে তাতে পানামার পতাকা উড়িয়ে ইরানি তেল রপ্তানি করা হচ্ছে 

মার্কিন লবির ওই ক্ষোভ প্রশমন করতে পানামার এএমপি গত ১৭ জানুয়ারি ঘোষণা করে, তারা গত চার বছরে ইরানের ১৩৬টি জাহাজের রেজিস্ট্রেশন বাতিল করেছে এর জবাবে ইরানের পিএমও আরো বলেছে, দেশটির শত শত জাহাজ আগের মতো নিজস্ব পতাকা উড়িয়ে আন্তর্জাতিক পানিসীমায় বাণিজ্য চালিয়ে যাবে#

পার্সটুডে/এমএমআই/২৩