অবশেষে জার্মানি লেপার্ড-২ ট্যাংক দিচ্ছে ইউক্রেনকে: গণমাধ্যমের রিপোর্ট
(last modified Wed, 25 Jan 2023 07:03:25 GMT )
জানুয়ারি ২৫, ২০২৩ ১৩:০৩ Asia/Dhaka
  • অবশেষে জার্মানি লেপার্ড-২ ট্যাংক দিচ্ছে ইউক্রেনকে: গণমাধ্যমের রিপোর্ট

নানা আলাপ আলোচনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও জার্মান সংবাদমাধ্যমগুলো এই খবর দিয়েছে।

যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে প্রতিহত করতে আমেরিকাসহ পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরে ট্যাংকসহ ভারী অস্ত্র চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয লেপার্ড-২ ট্যাংক দিতে রাজি ছিলেন না। বিভিন্ন সময় জার্মানির একাধিক মন্ত্রী বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে লেপার্ড-২ ট্যাংক দিতে হলে তার আগে আমেরিকাকে আব্রামস ট্যাংক দিতে হবে। এ নিয়ে গত ২০ জানুয়ারি জার্মানিতে আন্তর্জাতিক সম্মেলন হলেও জার্মানি তাতে রাজি হয়নি।

ওই বৈঠকের চারদিন পর জার্মান চ্যান্সেলর শোলয ইউক্রেনকে ট্যাংক দেয়ার বিষয়ে রাজি হয়েছেন বলে গতকাল (মঙ্গলবার) প্রথম সংবাদ প্রকাশ করে দেশটির সংবাদমাধ্যম দার স্পেইগেল। পরে দেশটির আরও কয়েকটি সংবাদমাধ্যমে একই ধরনের খবর প্রকাশিত হয়, যা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ফলাও করে প্রচার করে। 

এসব খবরে আরও বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়ার জন্য পোল্যান্ডসহ ইউরোপের কোনো দেশ যদি জার্মানিতে তৈরি লেপার্ড-২ ট্যাংক ইউক্রেনের হাতে তুলে দেয়, তাতে বাধা দেবে না বার্লিন। তবে ইউক্রেনকে ট্যাংক দেয়ার বিষয়ে জার্মান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবর নাকচও করেনি দেশটির সরকার।

জার্মান অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি রাইনমেটাল জানিয়েছে, প্রয়োজন হলে তারা ইউক্রেনে ১৩৯টি লেপার্ড যুদ্ধট্যাংক সরবরাহ করতে পারবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাইনমেটাল আগামী এপ্রিল-মে মাস নাগাদ ২৯টি লেপার্ড-২ ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করতে পারবে। আর ২০২৩ সালের শেষ বা ২০২৪ সালের শুরুর দিকে তারা একই মডেলের আরও ২২টি ট্যাংক সরবরাহ করতে পারবে।#

পার্সটুডে/এসআইবি/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ