মার্কিন কর্মকর্তাদের অভিযোগের জবাব দিল রাশিয়া
(last modified Wed, 01 Feb 2023 13:31:36 GMT )
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ১৯:৩১ Asia/Dhaka
  • আনাতোলি অ্যান্টনভ
    আনাতোলি অ্যান্টনভ

আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সর্বশেষ যে পরমাণু চুক্তিটি সচল রয়েছে মস্কো তা লঙ্ঘন করছে বলে আমেরিকার পক্ষ থেকে তোলা অভিযোগ নাকচ করেছেন ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টনভ।

আজ (বুধবার) রাশিয়ার রিয়া নভোস্তি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অ্যান্টনভ বলেন, আমেরিকার এই অভিযোগ বেশ চাঞ্চল্যকর। রাশিয়া সবসময় আন্তরিকতার সাথে নিউ স্টার্ট মেনে চলার চেষ্টা করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল কংগ্রেসে একটি রিপোর্ট জমা দিয়েছে যাতে বলা হয়েছে, প্রথমবারের মতো মস্কো নিউ স্টার্ট ট্রিটি লঙ্ঘন করছে। ওই রিপোর্টে দাবি করা হয়, পরমাণু স্থাপনা পরিদর্শনের ব্যাপারে এবং এ ব্যাপারে সহযোগিতা করতে রাশিয়ার কর্মকর্তারা মার্কিন কর্মকর্তাদের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

অভিযোগের ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটন বরং অবৈধভাবে শত শত কৌশলগত অস্ত্র জবাবদিহিতার আওতা থেকে প্রত্যাহার করে নিয়ে কয়েকটি চুক্তি নিজেরাই লঙ্ঘন করেছে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।