ন্যাটোর প্রতি নতুন করে যে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জেনারেল শোইগু
https://parstoday.ir/bn/news/world-i119392-ন্যাটোর_প্রতি_নতুন_করে_যে_হুঁশিয়ারি_উচ্চারণ_করলেন_জেনারেল_শোইগু
ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর নতুন করে কোনো সংশ্লিষ্টতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলো এর চেয়ে বেশি জড়িয়ে পড়লে যুদ্ধের এতটা বিস্তার ঘটবে যে, সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা দুরুহ হয়ে পড়বে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ০৯:৩৬ Asia/Dhaka
  • রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু
    রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু

ইউক্রেন যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর নতুন করে কোনো সংশ্লিষ্টতার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলো এর চেয়ে বেশি জড়িয়ে পড়লে যুদ্ধের এতটা বিস্তার ঘটবে যে, সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা দুরুহ হয়ে পড়বে।

গতকাল (মঙ্গলবার) মস্কোয় বসে রাশিয়ার পদস্থ সেনা কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে একথা বলেন শোইগু। তিনি বলেন, কিয়েভের কাছে পশ্চিমা সমরাস্ত্র সরবরাহ ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোকে সরাসরি জড়িয়ে ফেলেছে। এ অবস্থা চলতে থাকলে এ যুদ্ধ অনিশ্চিত ভবিষ্যেতের দিকে যাত্রা করবে এবং এর ভয়াবহ বিস্তার ঘটবে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকা ও মিত্র দেশগুলো ইউক্রেন যুদ্ধকে যতটা সম্ভব দীর্ঘায়িত করার চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা কিয়েভকে সমরাস্ত্র দেয়ার পাশাপাশি রুশ ভূমি দখল করার জন্য ইউক্রেনকে উস্কানি দিচ্ছে। ন্যাটোকে এ ‘ধ্বংসাত্মক’ তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শোইগু।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮