তুরস্কে আবার গাড়ি বোমা বিস্ফোরণ: আহত ৯
তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ তুনসিলির ওভাসিক শহরে আজ(সোমবার) একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়ে নয়জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে। ওভাসিক শহরটি রাজধানী আঙ্কারা থেকে ৮০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
প্রাথমিক খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় আদালতের কর্মীদের আবাসিক এলাকার কাছে এ বোমার বিস্ফোরণ ঘটেছে। বোমা বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড দমকল বাহিনী নিভিয়ে ফেলতে পেরেছে।
কেউ এখনো এ বোমা হামলার দায়িত্ব স্বীকার করে নি। সাধারণ ভাবে এ রকম বোমা হামলার জন্য তুর্কি কর্মকর্তারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’কে দায়ী করে থাকে।
পর্যটন নগরী ইস্তাম্বুলে দু’ দফা বোমা হামলা এবং রাজধানী আঙ্কারায় দু’ দফা গাড়ি বোমা হামলাসহ চলতি বছরে তুরস্কে বেশ কয়েক দফা বোমা হামলা হয়েছে। ইস্তাম্বুলে দু’ দফা বোমা হামলার জন্য দায়েশকে এবং আঙ্কারা গাড়ি বোমা হামলার জন্য পিকেকে’কে দায়ী করা হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৩