পূর্ব ইউক্রেনে জিতেই চলেছে রুশ সেনারা, বহু এলাকা দখল!
(last modified Wed, 15 Feb 2023 12:17:47 GMT )
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১৮:১৭ Asia/Dhaka
  • পূর্ব ইউক্রেনে জিতেই চলেছে রুশ সেনারা, বহু এলাকা দখল!

পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং সেখানে অনেক এলাকা তারা দখল করে নিয়েছে।

এ প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ জোরদার করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহ্বান জানিয়েছেন।

গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ইউক্রেন এবং তার মিত্রদের শক্তি অর্জনের আগে রাশিয়া যতটা সম্ভব বেশি এলাকা দখল করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এজন্য এখন গতি হয়ে পড়েছে আসল কথা। সিদ্ধান্ত গ্রহণ, সিদ্ধান্ত বাস্তবায়ন, সরবরাহ চালান পাঠানো এবং প্রশিক্ষণ প্রদান- সব ক্ষেত্রেই এখন গতি জরুরি। এই গতি এখন মানুষের জীবন বাঁচাবে, নিরাপত্তা ফিরিয়ে আনবে এবং মিত্রদের যারা এই গতির গুরুত্ব বুঝবে তাদেরকে ধন্যবাদ।

ইউক্রেনকে সামরিক সহায়তা পাঠানোর বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের প্রতিরক্ষামন্ত্রীরা গতকাল থেকে দুই দিনের আলোচনা শুরু করেছেন। এরমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট দ্রুত তার দেশকে আরো অস্ত্র ও সামরিক সহযোগিতা দেয়ার আহ্বান জানালেন।#

পার্সটুডে/এসআইবি/১৫

ট্যাগ