ইউক্রেন প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মতপার্থকের কথা পরিষ্কার করল হাঙ্গেরি
(last modified Wed, 15 Feb 2023 13:45:50 GMT )
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১৯:৪৫ Asia/Dhaka
  • হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো
    হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো বলেছেন, তার দেশ চায় দ্রুত রাশিয়ার সঙ্গে আলোচনায় বসুক ইউক্রেন। যুদ্ধক্ষেত্রে সফলতা অর্জনের জন্য তাদের অপেক্ষা করা উচিত নয়।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনার সঙ্গে রাজধানী প্যারিসে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, হাঙ্গেরি এবং ফ্রান্স দুই দেশই ইউক্রেনে শান্তি চায় তবে কিভাবে তা অর্জন করা সম্ভব সে বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে।
পিটার সিজারতো বলেন, "আমাদের থেকে ফ্রান্সের অবস্থান ভিন্ন। ইউরোপীয় ইউনিয়নের অন্য সব দেশ যে ধরনের মনোভাব পোষণ করে, ফ্রান্সও প্রায় তেমনি। তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ রয়েছে যারা মনে করে যুদ্ধক্ষেত্রে ভালো সফলতা অর্জনের পর রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে ইউক্রেন। কিন্তু আমরা এই ধারণা বিশ্বাস করি না, আমরা মনে করি জনগণের ভোগান্তির দ্রুত অবসান হওয়া উচিত।”
হাঙ্গেরি অনেক আগে থেকেই একটি শান্তি চুক্তি সই করার জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়ে আসছে। এছাড়া, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নেও হাঙ্গেরির অবস্থান ভিন্ন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ