ইউরোপের পতনের জন্য আমেরিকাকে দায়ী করেছে হাঙ্গেরি: গণমাধ্যম রিপোর্ট
-
ভিক্টর অরবান
ইউক্রেন সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুসৃত নীতিগুলো ইউরোপের পতনের মূল কারণ হয়ে উঠেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এ দাবি করেছেন।
ম্যাগয়ার নেমজেট পত্রিকার মতে, বুধবার ক্ষমতাসীন ডানপন্থী ফিদেজ-কেডিএনপি জোটের সদস্যদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকে অরবান এই মন্তব্য করেন। অধিবেশন চলাকালীন, অরবান ইউরোপীয় জোটের বিরোধীদেরকে চিহ্নিত করেন, যার মধ্যে রয়েছে "যুদ্ধকামী আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠী, যা বাইডেন প্রশাসন, যুদ্ধকামী ব্রাসেলস আমলা এবং যুদ্ধপন্থী রাজনীতিবিদদের নিয়ে গঠিত।"
প্রতিবেদনে বলা হয়েছে যে, ভিক্টোর অরবান দাবি করেছেন "বিগত বছরগুলো ধরে ইউরোপ দুর্বল হয়ে পড়েছে কারণ বিউইপানন প্রশাসন ইউরোপীয় স্বার্থের ব্যয়ে সীমা ছাড়াই ব্রাসেলসে তার স্বার্থ জোরদার করছে।"
ইউক্রেন সংঘাতের প্রতিক্রিয়া এবং "নিষেধাজ্ঞার সুনামি" ইউরোপের অর্থনীতিতে প্রভাব ফেলেছে- যোগ করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। অন্যদিকে, মার্কিন সরকার যাকে যথেষ্ট সস্তা শক্তি রয়েছে, এই চ্যালেঞ্জগুলি থেকে দূরে সরে গেছে।#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।