হাঙ্গেরির টেলিভিশন চ্যানেলকে অরবান
‘ইউক্রেনে পরাজয়ের বিষয়টি অস্বীকার করছে ইউরোপীয় ইউনিয়ন’
-
হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান
হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেন যুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন পরাজিত হয়েছে কিন্তু তারা তা অস্বীকার করছে। তিনি আরো বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে বিজয়ী করতে অক্ষম ইউরোপীয় ইউনিয়ন।
ভিক্টর অরবান বলেন, ইউরোপীয় ইউনিয়নের বর্তমান দৃষ্টিভঙ্গি ও নীতি ইউক্রেন যুদ্ধকে নিতান্তই দীর্ঘায়িত করছে কিন্তু অর্থবোধক কোন ফলাফল আনতে পারছে না।
হাঙ্গেরির প্রেসিডেন্ট তার সাক্ষাৎকারে সুস্পষ্ট করে বলেন, “বাস্তবতা হচ্ছে চলমান এই যুদ্ধে ইউক্রেন বিজয়ী হতে পারছে না। ব্রাসেলসের নেতারা নিজেদের সৃষ্ট বুদবুদের মধ্যে বাস করছেন এবং তারা স্বীকার করতে রাজি নন যে, তাদের কল্পনা মতো তারা এই যুদ্ধে বিজয়ী হতে পারবেন না। ”
হাঙ্গেরির নেতা বলেন, ইউক্রেনকে সামরিক সমর্থন দেয়া অব্যাহত রাখা এবং মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ হিতে বিপরীত হতে পারে। তিনি দাবি করেন, এসব নিষেধাজ্ঞা রাশিয়ার বদলে ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করেছে যদিও ব্রাসেলস এই সত্য স্বীকার করতে চায় না। #
পার্সটুডে/এসআইবি/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।