সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ১৫টি দেশে মার্কিন সেনা রয়েছে: ওবামা
https://parstoday.ir/bn/news/world-i12013-সন্ত্রাসের_বিরুদ্ধে_লড়াইয়ে_১৫টি_দেশে_মার্কিন_সেনা_রয়েছে_ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বের ১৫টি দেশে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আমেরিকার সেনারা জড়িত রয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুন ১৪, ২০১৬ ১৬:৫৭ Asia/Dhaka
  • সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ১৫টি দেশে মার্কিন সেনা রয়েছে: ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বিশ্বের ১৫টি দেশে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আমেরিকার সেনারা জড়িত রয়েছে।

মার্কিন কংগ্রেসে দেয়া দ্বিবার্ষিক বিবৃতিতে বারাক ওবামা সন্ত্রাসের বিরুদ্ধে কথিত যুদ্ধে ওয়াশিংটনের কৌশল বর্ণনা করেন। এতে এই যুদ্ধের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে মনে হচ্ছে।

প্রেসিডেন্ট ওবামা বলেন, আমেরিকার প্রতি সন্ত্রাসের হুমকি মোকাবেলায় সেনা মোতায়েনের সুনির্দিষ্ট স্থান বা সময়সীমা সম্পর্কে বলা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কংগ্রেসের অনুমোদন ছাড়াই কেবলমাত্র যুদ্ধ বিষয়ক বিশেষ ক্ষমতার আওতায় তিনি এসব অভিযানের আদেশ দিয়েছেন বলে জানান ওবামা।

আফগানিস্তান, ইরাক, সিরিয়া, তুরস্ক, সোমালিয়া, ইয়েমেন, জিবুতি, লিবিয়া, কিউবা, নাইজার, ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, মিশর, জর্দান এবং কসোভোতে মার্কিন সেনাদেরকে বারাক ওবামা নির্দিষ্ট মিশনে নিযুক্ত করেছেন।

আমেরিকার অভ্যন্তরে হামলা প্রতিরোধ করার পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা' নেয়ার স্বার্থেই বিদেশে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেন বারাক ওবামা।

সন্ত্রাসের হুমকি মোকাবেলায় 'মার্কিন নাগরিক এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনে আরো বেশি ব্যবস্থা নিতেও তিনি প্রস্তুত' বলে জানান বারাক ওবামা। তবে দেশে দেশে কথিত সন্ত্রাস বিরোধী লড়াই বন্ধের প্রতিশ্রুতি দিয়ে সাত বছর আগে ক্ষমতায় আসা বারাক ওবামার এই ঘোষণা অনেককে হতবাক করেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/মুজাহিদুল ইসলাম/১৪