পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধের কারণ ব্যাখ্যা করল রাশিয়া
(last modified Tue, 28 Feb 2023 12:26:01 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১৮:২৬ Asia/Dhaka
  • পোল্যান্ডের তেল কোম্পানি পিকেএন অরলেন
    পোল্যান্ডের তেল কোম্পানি পিকেএন অরলেন

রাশিয়া জানিয়েছে, বকেয়া পাওনা পরিশোধ না করার কারণে পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পাইপলাইন ট্রান্সপোর্ট কোম্পানি ‘ট্রান্সনেফত’ গতকাল (সোমবার) এ কথা জানিয়েছে।

ট্রান্সনেফত জানায়, তারা বর্তমানে পোল্যান্ডে তেল সরবরাহ করছে না। এর পরিবর্তে অন্য দেশগুলোতে তেল সরবরাহ করছে এবং সেই শিডিউল অনুমোদন করেছে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয়। কোম্পানির মুখপাত্র ইগর ডেমিন বলেন, পোল্যান্ডে তেল সরবরাহের শিডিউল ছিল ফেব্রুয়ারি মাসের শেষ দশ দিন। কিন্তু বকেয়া পাওনা পরিশোধ না করায় পোল্যান্ডের কাছে তেল রপ্তানি বন্ধ করা হয়েছে।
রোববার পোল্যান্ডের তেল কোম্পানি পিকেএন অরলেন জানায়, দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে তেল পাঠানো বন্ধ হয়ে গেছে। ডিসেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে সমুদ্রপথে তেল আমদানি নিষিদ্ধ করেছে। কিন্তু ভূমিবেষ্টিত হওয়ায় পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডকে তেল আমদানির জন্য ছাড় দেয় ইউরোপীয় ইউনিয়ন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ