বাখমুট শহর থেকে পিছু হটতে পারে ইউক্রেনের সেনারা
(last modified Thu, 02 Mar 2023 10:15:58 GMT )
মার্চ ০২, ২০২৩ ১৬:১৫ Asia/Dhaka
  • বাখমুট শহর থেকে পিছু হটতে পারে ইউক্রেনের সেনারা

রাশিয়ার সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ বাখমুট শহর থেকে সেনা সদস্যদের পিছু হটার নির্দেশ দিতে পারে ইউক্রেন সরকার। ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থ উপদেষ্টা আলেকজান্ডার রোদনিয়াস্কি সিএনএন টেলিভিশন চ্যানেলনেকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে এরইমধ্যে সরকার ভাবছে। তিনি আরো বলেন, রাশিয়া তার শ্রেষ্ঠ সেনাদেরকে পাঠিয়ে বাখমুট শহর অবরুদ্ধ করে ফেলার চেষ্টা করছে এবং এ কাজে রাশিয়ার বেসরকারি ওয়াগনার সেনা কোম্পানিকে ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় ইউক্রেন সরকার ওই শহর থেকে সেনাদেরকে পিছু হটার নির্দেশ দিতে পারে অথবা কৌশলগতভাবে শহরটি রাশিয়ার কাছে ছেড়ে দিতে পারে। তবে এক্ষেত্রে বিবেচনা করা হবে শহরটি ছেড়ে দিলে তা ইউক্রেনের জন্য কতটা লাভজনক হবে।

জেলেনস্কির উপদেষ্টা বলেন, “ইউক্রেনের সামরিক বাহিনী অবশ্যই সব পথ বিবেচনা করে দেখছে। তিনি বলেন, এতদিন এই শহরটি ইউক্রেনের সেনারা ধরে রেখেছেন কিন্তু এখন যদি প্রয়োজন মনে করা হয় তাহলে কৌশলগত কারণে সেখান থেকে সেনা প্রত্যাহার করা হবে। কারণ আমরা আমাদের সব লোককে বিনা কারণে উৎসর্গ করে দিতে পারি না।”#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২

ট্যাগ