মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ডোনাল্ডকে আরো পেছনে ফেললেন হিলারি
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন জনসমর্থনে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরো এগিয়ে গেছেন। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
ভোটারদের শতকরা ৫৪ ভাগ মনে করেন, সাধারণ নির্বাচনে হিলারি ক্লিনটন বিজয়ী হবেন। আর শতকরা ৪০ ভাগ ভোটার মনে করেন নির্বাচনে ট্রাম্প জিতবেন।
এদিকে, রেজিস্ট্রার্ড ভোটারের মধ্যে শতকরা ৪৯ ভাগ হিলারিকে সর্মথন করেছেন; ট্রাম্পকে সমর্থন দিয়েছেন শতকরা ৪২ ভাগ ভোটার। এনবিসি/সার্ভে মাঙ্কি এ জরিপ পরিচালনা করেছে এবং এর ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের জন্য পুরুষ ভোটারদের মধ্যে দু বছর ধরে যে বিপুল সমর্থন ছিল তাতেও হানা দিয়েছেন হিলারি। মার্কিন কোটিপতি ব্যবসায়ীদের মধ্যে শতকরা ৫৮ ভাগ এখন হিলারিকে সমর্থন করছেন অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে শতকরা ৩৩ ভাগ সমর্থন। এসব ভোটার নিজেদেরকে মধ্যপন্থী বলে দাবি করেছেন। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে অবশ্য হিলারিকে এ মুহুর্তে সমর্থন দিচ্ছেন শতকরা ৪১ ভাগ ভোটার। এ অংশে ট্রাম্পের পক্ষে রয়েছেন শতকরা ৫০ ভাগ ভোটার।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫