আকস্মিকভাবে দোনবাস এলাকা সফর করলেন প্রেসিডেন্ট পুতিন
(last modified Sun, 19 Mar 2023 12:04:26 GMT )
মার্চ ১৯, ২০২৩ ১৮:০৪ Asia/Dhaka
  • আকস্মিকভাবে দোনবাস এলাকা সফর করলেন প্রেসিডেন্ট পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আকস্মিকভাবে দোনবাস এলাকা সফর করেছেন। সফরের অংশ হিসেবে তিনি মারিওপোল শহর ঘুরে দেখেন। গতবছর এই শহরে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে রুশ সেনাদের ভয়াবহ যুদ্ধ হয়েছিল।

আজব সাগর তীরবর্তী এ শহরটি গত বছরের বসন্তকালে রাশিয়ার সেনারা ইউক্রেনের সেনাদের হাতে থেকে মুক্ত করতে সক্ষম হয়। মারিওপোল শহরটি দোনবাস প্রজাতন্ত্রের অংশ এবং এটি রাশিয়ার নিয়ন্ত্রণ রয়েছে।

রাশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন হেলিকপ্টারে করে মারিওপোল শহরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন।

প্রেসিডেন্ট পুতিন এই শহরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। শহরটিতে নতুন আবাসিক এলাকা, সামাজিক এবং শিক্ষা প্রতিষ্ঠান, হাউজিং এবং কমিউনিটির জন্য সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এছাড়া রয়েছে মেডিকেল ইনস্টিটিউশন। প্রেসিডেন্ট পুতিন ঘুরে দেখেন শহরের উপকূল ভাগের ইয়ট ক্লাব এবং আরো বেশ কিছু স্মরণীয় স্থান। 

শহর ঘুরে দেখার সময় প্রেসিডেন্ট পুতিন নিচে গাড়ি চালান এবং লোকজনের সঙ্গে কথা বলেন। এর আগে গতকাল (শনিবার) তিনি ক্রিমিয়া সফর করেন। রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপের সংযুক্ত হওয়ার নবম বার্ষিকীতে তিনি এই সফরে যান।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ