দায়েশের আস্তানায় তালেবানের হামলা: কয়েক সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/world-i120892-দায়েশের_আস্তানায়_তালেবানের_হামলা_কয়েক_সন্ত্রাসী_নিহত
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আস্তানায় হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৯, ২০২৩ ১৯:২৭ Asia/Dhaka
  • দায়েশের আস্তানায় তালেবানের হামলা: কয়েক সন্ত্রাসী নিহত

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের আস্তানায় হামলা চালিয়েছে এবং এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ তার টুইটার একাউন্টে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তালেবান অভিযানে বেশ কয়েকজন দায়েশ সন্ত্রাসী নিহত হয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মাজারি শরীফ শহরের কয়েকটি এলাকায় তালেবান এসব অভিযান পরিচালনা করে।

জবিউল্লাহ মুজাহিদ জানান, দায়েশ-বিরোধী অভিযানে তালেবান ফোর্সের একজন সদস্য আহত হয়েছেন।

এদিকে, বাল্খ প্রদেশের পুলিশের মুখ্যমন্ত্রী মোহাম্মাদ আসিফ ওয়াজির আফগানিস্তানের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, অভিযানে দায়েশের তিনটি আস্তানা ধ্বংস হয়েছে। হামলায় নিহতরা সবাই তাজিকিস্তান ও উজবেকিস্তানের নাগরিক।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।