আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প; নিহত ১৩ আগত ৯৪
https://parstoday.ir/bn/news/world-i120966-আফগানিস্তান_ও_পাকিস্তানে_শক্তিশালী_ভূমিকম্প_নিহত_১৩_আগত_৯৪
হিন্দুকুশ পর্বতমালা জুড়ে আফগানিস্তান ও পাকিস্তানের উত্তরাঞ্চলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক ডজনেরও বেশি মানুষ নিহত ও অপর বহু লোক আহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২২, ২০২৩ ১৪:৩৬ Asia/Dhaka
  • পাকিস্তান ও আফগানিস্তানে ৬.৫ মাত্রার ভূমিকম্প
    পাকিস্তান ও আফগানিস্তানে ৬.৫ মাত্রার ভূমিকম্প

হিন্দুকুশ পর্বতমালা জুড়ে আফগানিস্তান ও পাকিস্তানের উত্তরাঞ্চলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এক ডজনেরও বেশি মানুষ নিহত ও অপর বহু লোক আহত হয়েছে।

মঙ্গলবার রাতের ওই ভূমিকম্পে পাকিস্তানে এখন পর্যন্ত অন্তত নয় জন নিহত ৪৪ জন আহত হয়েছেন। অন্যদিকে আফগানিস্তানে নিহত হয়েছেন চার জন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন। 
ভূমিকম্পটির কেন্দ্র ছিল উত্তর-পূর্ব আফগানিস্তানের জুর্ম অঞ্চলের ১৮৭ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পাঁচতলা ভবনের ৫০ বছর বয়সি একজন অধিবাসী জানান, ভূমিকম্পটি ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি তার জীবনে এত শক্তিশালী ভূকম্পণ আর অনুভব করেননি বলে জানান তিনি। 
ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও অন্তত ১,০০০ কিলোমিটার দীর্ঘ এলাকায় এর কম্পন অনুভূত হয়। শুধু আফগানিস্তান ও পাকিস্তান নয় এর কম্পন ভারত, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাখস্তান, কিরঘিজিস্তান ও তুর্কমেনিস্তান থেকেও অনুভূত হয়েছে।
আফগান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় সারাদেশের সব স্বাস্থ্যসেবা কেন্দ্রকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন। পাকিস্তানে ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন। দেশটির রাওয়ালপিন্ডি শহরে বসবাসকারী অবসরপ্রাপ্ত অধ্যাপক ইখলাক কাজমি জানান, ভূমিকম্প শুরু হলে তার ঘরের পুরো অংশ জুড়ে নড়তে থাকে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দেশের জরুরি পরিসেবাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।#

পার্সটুডে/এমএমআই/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।