আমেরিকা কিংবা ইউরোপীয়রা ফরাসি পুলিশের নৃশংসতা চোখে দেখে না: কানয়ানি
(last modified Wed, 22 Mar 2023 12:32:39 GMT )
মার্চ ২২, ২০২৩ ১৮:৩২ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: পশ্চিমা মানবাধিকারের দাবিদাররা ফ্রান্সে পুলিশের সহিংসতা চোখে দেখে না। ফরাসি পুলিশ সেদেশের বিক্ষোভকারীদের ওপর চরম নৃশংসতা দেখিয়েছে।

পেনশন সংস্কার নামে পরিচিত একটি বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভরত জনতার ওপর পুলিশ ব্যাপক সহিংসতা চালিয়েছে। ওই ঘটনার প্রতিক্রিয়ায় নাসের কানয়ানি বলেছেন: আমেরিকা কিংবা ইউরোপীয়রা ফ্রান্স পুলিশের ওই নৃশংসতা চোখে দেখে না।

প্যারিসের রিপাবলিক স্কোয়ার

ফরাসি গণমাধ্যমগুলো জানিয়েছে গতকাল সন্ধ্যায় পুলিশ আবারও বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালিয়েছে। বিএফএম টিভি জানায় কোনোরকম উত্তেজনা ছাড়াই গতকাল প্যারিসের রিপাবলিক স্কোয়ারে বিক্ষোভ শুরু হয়েছিল। পরবর্তীকালে রাত ৮ টার দিকে পুলিশের সঙ্গে সেখানে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। ফরাসি এই মিডিয়া আরও জানায় পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তার প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা ডাস্টবিনগুলোতে আগুন জ্বালিয়ে দেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (বুধবার) পুলিশি সহিংসতার একটি ভিডিও প্রকাশ করে একটি টুইট বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি লিখেছেন: বিক্ষোভকারীদের বিরুদ্ধে ফরাসি পুলিশের সহিংস আচরণ ওয়াশিংটনের মানবাধিকারের দাবিদাররা দেখতে পায় না। ইউরোপের রাজধানীগুলোতেও ওই ঘটনা কারও নজরে পড়ে না। কেননা তারা তো সবসময় অন্যান্য দেশের দিকে তাকিয়ে থাকে।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ