ইউক্রেনকে ন্যাটো জোটের সদস্য পদ দেয়ার বিরোধিতা করবে হাঙ্গেরি
https://parstoday.ir/bn/news/world-i121112-ইউক্রেনকে_ন্যাটো_জোটের_সদস্য_পদ_দেয়ার_বিরোধিতা_করবে_হাঙ্গেরি
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউক্রেনকে ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেয়ার বিরোধিতা করবে তার দেশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৬, ২০২৩ ১৪:২১ Asia/Dhaka
  • পিটার সিজার্তো
    পিটার সিজার্তো

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউক্রেনকে ন্যাটো সামরিক জোট এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ দেয়ার বিরোধিতা করবে তার দেশ।

তিনি বলেন, ইউক্রেনের সীমান্তবর্তী ট্রান্সপারথিয়া অঞ্চলে হাঙ্গেরি বংশোদ্ভূত জনগোষ্ঠীর ওপর ইউক্রেন সরকার যে বৈষম্যমূলক আচরণ করে আসছে তার অবসান না হওয়া পর্যন্ত ইউক্রেনের সদস্য পদের বিরোধিতা করবে হাঙ্গেরি।

পিটার সিজার্তো বলেন, জাতিসংঘের সহকারি মহাসচিব ইরযে ব্রান্ডস কেহরিসের সঙ্গে বৈঠকের সময় তিনি এ বিষয়ে কথা বলেছেন। সিজার্তো বলেন, ইউক্রেনের রাষ্ট্রীয় আইনের জন্য ৯৯টির বেশি হাঙ্গেরি ভাষার প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল বন্ধের ঝুঁকির মুখে রয়েছে। এসব কারণে ন্যাটো এবং ইউরোপীয় জোটে ইউক্রেনের সদস্য পদের প্রতি সমর্থন দেবে না হাঙ্গেরি। বিষয়টি জাতিসংঘের সরকারি মহাসচিবকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়া, রোমানিয়া, পোল্যান্ড এবং হাঙ্গেরির জাতিগত বংশোদ্ভূত বহু মানুষের বসবাস রয়েছে। কিন্তু দেশটির সরকার এসব ভাষায় স্কুল পরিচালনা ও শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। অর্থাৎ জাতিগত সংখ্যালঘুদের শিক্ষার মও মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে। সেক্ষেত্রে হাঙ্গেরি ইউক্রেনকে এই দুটি সংস্থার অন্তর্ভুক্ত করার প্রশ্নের সমর্থন দেবে না।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।