দায়েরকৃত ৩৪ অভিযোগ অস্বীকার করে জামিনে মুক্ত ট্রাম্প
অবশেষে আটক হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
-
আটক হলেন ডোনাল্ড ট্রাম্প
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হয়েছেন।অবশ্য আদালতের শুনানিতে জামিন পেয়ে মুক্ত অবস্থায় আদালত প্রাঙ্গণ ত্যাগ করেছেন তিনি।
একজন পর্নো-তারকার সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার মুখ বন্ধ রাখার জন্য তাকে ঘুষ দেওয়ার মামলায় গতকাল (মঙ্গলবার) আদালতে আত্মসমর্পণ করেন ট্রাম্প।ম্যানহাটানের আদালতে পৌঁছার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে পুলিশের হেফাজতে নেয়া হয় এবং কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়। ট্রাম্পকে হাতকড়া পরানো হয়নি এবং সঙ্গে তার আইনজীবীরা ছিলেন।
আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হলেও সেগুলোর প্রত্যেকটি তিনি অস্বীকার করেন। অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ এখনও গণমাধ্যমে প্রকাশিত হয়নি। আদালতের সার্বিক প্রক্রিয়া শেষে তিনি মুক্ত অবস্থায় আদালত চত্বর ছেড়ে যান।
ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প টাওয়ার থেকে গাড়িবহর নিয়ে ম্যানহাটান ক্রিমিনাল কোর্ট ভবন এলাকায় যান। এ সময় ওই এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়।
যৌন সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নো-তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় বিচারের মুখোমুখি হলেন ট্রাম্প। স্টরমির দাবি, ২০০৬ সালে দুজন শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে তাকে মোটা অঙ্কের ঘুষ দেয়া হয়েছিল।#
পার্সটুডে/এমএমআই/এনএম/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।