ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: আঞ্চলিক ও আন্তর্জাতিক যৌথ স্বার্থ নিয়ে আলোচনা
(last modified Fri, 07 Apr 2023 12:27:51 GMT )
এপ্রিল ০৭, ২০২৩ ১৮:২৭ Asia/Dhaka
  • ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: আঞ্চলিক ও আন্তর্জাতিক যৌথ স্বার্থ নিয়ে আলোচনা

চীনের বেইজিংয়ে ইরান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়ে লিখেছে, গতরাতে আমির আব্দুল্লাহিয়ান ও ক্যাথেরিন কুলুনা বৈঠক করেন।

ক্যাথেরিন কুলুনা ও আমির আব্দুল্লাহিয়ান

দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীই নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে বেইজিং সফর করেছেন। ওই সফরের সুযোগকে তারা কাজে লাগিয়ে বৈঠকে বসেন। দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক যৌথ স্বার্থ নিয়েও তাদের মধ্যে মতবিনিময় হয়। পারস্পরিক সম্মান ও মর্যাদা সুরক্ষাসহ উভয় পক্ষে আলোচনা চালিয়ে যাবার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী। কনস্যুলার সমস্যা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

ইরান এবং ফ্রান্সের মধ্যকার সম্পর্কে সাম্প্রতিক কয়েক মাস ধরে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ই উভয় পক্ষের রাষ্ট্রদূতদের বহুবার তলব করেছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান উচ্চ পদস্থ একটি প্রতিনিধি দল নিয়ে গত বুধবার বেইজিং সফরে গেছেন। ওই সফরের উদ্দেশ্য ছিল সৌদি প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করা।#

পার্সটুডে/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ