বেইজিং- ব্রাসিলিয়া সম্পর্ককে অসাধারণ বলে প্রশংসা
(last modified Sat, 15 Apr 2023 08:24:19 GMT )
এপ্রিল ১৫, ২০২৩ ১৪:২৪ Asia/Dhaka
  • বেইজিং- ব্রাসিলিয়া সম্পর্ককে অসাধারণ বলে প্রশংসা

চীন সফররত ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বেইজিংয়ের সঙ্গে তার দেশের সম্পর্ককে অসাধারণ বলে প্রশংসা করেছেন। সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সময় চীনের সঙ্গে ব্রাজিলের সম্পর্কে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। সেই অবস্থা দূর করাই লুলা ডি সিলভার এই সফরের মূল লক্ষ্য।

গতকাল (শুক্রবার) চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে সিলভা বলেন, “চীনের সঙ্গে আমাদের অসাধারণ সম্পর্ক রয়েছে যা দিন দিন পূর্ণতা পাচ্ছে এবং শক্তিশালী হচ্ছে।” বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন-ব্রাজিল নতুন ভবিষ্যতের জন্য কৌশলগত দৃষ্টিভঙ্গী থেকে তার দেশ ব্রাসিলিয়ার সঙ্গে কাজ করতে বিশেষভাবে আগ্রহী।  

বলসোনারো তার ক্ষমতার চার বছরে আমেরিকা ও তার মিত্র দেশগুলোর সঙ্গে বিশেষ সখ্য গড়ে তোলেন। ডি সিলভা ক্ষমতায় ফিরে তার অবসান ঘটাতে কাজ শুরু করেছেন। বলসোনারোর সময় যেসব দেশের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক তুলনামূলক কমেছিল, তা ঠিক করতে চান তিনি। চীনা প্রেসিডেন্ট সঙ্গে বৈঠকের পর ব্রাজিলের অর্থমন্ত্রী জানান, সম্পর্কের উড়ন্ত সূচনা করতে দুই দেশ পরিকল্পনা নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ