গুরুত্ব পেয়েছে মস্কো-বেইজিং কৌশলগত সম্পর্ক
পুতিনের সঙ্গে বৈঠক করলেন চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী শাংফু
চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু রাশিয়া সফরে গেছেন এবং এরইমধ্যে তিনি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্কের উপর বিশেষভাবে জোর দেয়া হয়। গতকাল (রোববার) ক্রেমলিনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
চীনের নতুন প্রতিরক্ষামন্ত্রীর ওপর আমেরিকা আগেই নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। তিনি তিন দিনের সফরে রাশিয়া পৌঁছেছেন এবং গত মাসে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। ক্রেমলিনের তথ্য অনুসারে, বৈঠকে পুতিন দু দেশের মধ্যকার প্রতিরক্ষা খাতে সক্রিয় সহযোগিতার কথা উল্লেখ করেন। এই সহযোগিতার মধ্যে রয়েছে- অব্যাহত উপকারী তথ্যের বিনিময়, সামরিক প্রযুক্তিগত সহযোগিতা এবং বিভিন্ন সময়ে সামরিক মহড়া অনুষ্ঠান।
প্রেসিডেন্ট পুতিন বলেন, এ সমস্ত খাতে সহযোগিতার ফলে নিঃসন্দেহে দু দেশের মধ্যে চরম আস্থা জোরালো হয়েছে এবং দু দেশের মধ্যকার সম্পর্কের কৌশলগত বৈশিষ্ট্য ফুটে উঠেছে। পুতিন বলেন, দু দেশের মধ্যে সামরিক সহযোগিতার বাইরেও অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। কিছুদিন আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফর করেছেন। সে সময় দু দেশের মধ্যে একটি যৌথ ঘোষণা সই হয় যাতে বলা হয়েছে- চীন ও রাশিয়ার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনো সীমা-পরিসীমা নেই।#
পার্সটুডে/এসআইবি/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।