ঘোষণা ছাড়াই খেরসন ও লুহানস্কের যুদ্ধাঞ্চল পরিদর্শন করলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (মঙ্গলবার) পূর্ব ঘোষণা ছাড়াই ইউক্রেনের খেরসন ও লুহানেস্কের যুদ্ধাঞ্চল পরিদর্শন করেছেন।
সেখানে তিনি সামরিক বৈঠকে অংশ নেন এবং রুশ কমান্ডারদের কাছ থেকে যুদ্ধের হালনাগাদ খবরাখবর শোনেন। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে খেরসনে সামরিক কমান্ডারদের সঙ্গে পুতিনের বৈঠকের একটি ফুটেজ প্রকাশ করা হয়েছে।
এতে সেনা কর্মকর্তাদের উদ্দেশে পুতিনকে বলতে শোনা যায়, ‘যুদ্ধ পরিস্থিতি কীভাবে, কোন দিকে মোড় নিচ্ছে, সে সম্পর্কে আপনাদের মতামত শোনা, আপনাদের কথা শোনা, তথ্য বিনিময় করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।' লুহানস্কের যুদ্ধাঞ্চল পরিদর্শন করেও সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন পুতিন।
ক্রেমলিন আরও জানিয়েছে, খেরসন ও লুহানস্কে পুতিনের এই সফর পূর্বপরিকল্পিত ছিল না। খেরসন ও লুহানস্কে গিয়ে জাপোরিঝঝিয়া অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি নিয়েও খোঁজখবর নিয়েছেন প্রেসিডেন্ট পুতিন।
গত বছর গণভোট আয়োজনের মাধ্যমে ইউক্রেনের খেরসন, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও দোনেৎস্ককে রাশিয়ার অংশ বলে ঘোষণা করে মস্কো। #
পার্সটুডে/এসএ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।