রাশিয়া থেকে প্রথমবারের মতো তেল কেনার অর্ডার দিলো পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i122246-রাশিয়া_থেকে_প্রথমবারের_মতো_তেল_কেনার_অর্ডার_দিলো_পাকিস্তান
পাকিস্তান প্রথমবারের মতো রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার অর্ডার দিয়েছে। নানামুখী অর্থনৈতিক সংকটের মুখে দেশটি রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২১, ২০২৩ ১৭:৩৭ Asia/Dhaka
  • রাশিয়া থেকে প্রথমবারের মতো তেল কেনার অর্ডার দিলো পাকিস্তান

পাকিস্তান প্রথমবারের মতো রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার অর্ডার দিয়েছে। নানামুখী অর্থনৈতিক সংকটের মুখে দেশটি রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে।

পাকিস্তানের তেলমন্ত্রী  মোসাদ্দিক মালিক জানান, মস্কো পাকিস্তানের কাছে ডিসকাউন্ট রেটে অপরিশোধিত তেল বিক্রি করবে।
নতুন চুক্তির আওতায় ইসলামাবাদ রাশিয়া থেকে কম দামে তেল কিনবে এবং প্রথম দফার লেনদেন যদি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় তাহলে রাশিয়া থেকে পাকিস্তানে প্রতিদিন তেল রপ্তানির পরিমাণ এক লাখ ব্যারেলে উঠতে পারে। 
পাকিস্তান রাশিয়া থেকে দুই ধরনের অপরিশোধিত তেল কিনবে যার একটি হল উরাল ব্লেন্ড এবং অন্যটি সোকোল। রাশিয়া থেকে পাকিস্তান কোনো পরিশোধিত তেল কেনার চুক্তি করেনি।
রাশিয়া থেকে যে অপরিশোধিত তেল কিনবে পাকিস্তান তা রাশিয়ার তেল শিল্পের বিশেষজ্ঞরা পরিশোধন করার কাজে ইসলামাবাদকে সহযোগিতা করবেন। মুসাদ্দিকের তথ্য অনুযায়ী, রাশিয়া থেকে প্রথম তেলের কার্গো করাচি বন্দরে পৌঁছাবে মে মাসের মাঝামাঝি দিকে।
রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি নিশ্চিত করে মন্ত্রী মোসাদ্দিক বলেন, "আমরা তেলের অর্ডার দিয়েছি এবং এরইমধ্যে সেটি রাশিয়ায় পৌঁছেছে এবং সেই মতো সব কাজ এগিয়ে চলেছে।"
তিনি বলেন, পাকিস্তান'স রিফাইনারি লিমিটেড রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করবে, পরে অন্য তেল শোধনাগারগুলো যুক্ত হবে।
পাকিস্তান হচ্ছে বিশ্বের পঞ্চম জনবহুল দেশ। গতবছর দেশটি প্রতিদিন গড়ে এক লাখ ৫৪ হাজার ব্যারেল তেল আমদানি করেছে যার বেশিরভাগই সৌদি আরব থেকে আনা হয়েছে। এখন তারা রাশিয়ার কাছ থেকে তাদের মোট চাহিদার শতকরা ৩৩ ভাগ তেল আমদানি করতে চায়।#
পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।