কিয়েভকে সাহায্য দেয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ আসবে
ইউক্রেনের প্রক্সি যুদ্ধের ধারণা প্রত্যাখ্যান করলেন রিপাবলিকান আইনপ্রণেতারা
মার্কিন রিপাবলিকান দলের অন্তত ১৯ জন আইনপ্রণেতা ইউক্রেনে আমেরিকার প্রক্সি যুদ্ধ পরিচালনার ধারণা নাকচ করেছেন। একই সঙ্গে তারা কিয়েভকে অনিয়ন্ত্রিতভাবে সাহায্য দেয়ার পরিবর্তে নিয়ন্ত্রণ আরোপের পক্ষে মত দিয়েছেন।
প্রেসিডেন্ট বাইডেনকে লেখা এক চিঠিতে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেটের ১৯ জন সদস্য ইউক্রেন যুদ্ধের ব্যাপারে তাদের এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান চান। মার্কিন আইনপ্রণেতারা বলছেন, ইউক্রেনকে শত শত কোটি ডলারের অস্ত্র দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করা উচিত হবে না।
মার্কিন এসব আইনপ্রণেতা তাদের চিঠিতে আরো বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত হওয়া কৌশলগতভাবে আমেরিকার কোনো স্বার্থ রক্ষা করে না বরং এতে যুদ্ধের ঝুঁকি বেড়ে যায় এবং তা নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে।
চিঠিতে সই করেছেন ইউটাহর সিনেটর মাইক লি এবং কেন্টাকি সিনেটর র্যান্ড পল-সহ অন্য আইনপ্রণেতারা। গত বৃহস্পতিবার তারা এই চিঠি প্রেসিডেন্ট বাইডেনের কাছে পাঠিয়েছেন।
চিঠিতে তারা বলেছেন, “অবশ্যই অনিয়ন্ত্রিতভাবে ইউক্রেনের কাছে সামরিক সাহায্য পাঠানোর অবসান ঘটাতে হবে এবং আমরা কঠিনভাবে ভবিষ্যতে এই ধরনের সাহায্য সহযোগিতার বিরোধিতা করবো যদি না তা কূটনৈতিকভাবে সংকট সমাধানের কোনো উদ্যোগ হয়। তারা চিঠিতে সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, দ্রুতগতিতে যুদ্ধ অবসানের পরিকল্পনা না থাকলে ইউক্রেনকে সহযোগিতা দেয়ার ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ করা হবে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৩