সুদানের বিবদমান দুই পক্ষ ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত, মধ্যরাত থেকে কার্যকর 
https://parstoday.ir/bn/news/world-i122392-সুদানের_বিবদমান_দুই_পক্ষ_৭২_ঘণ্টার_যুদ্ধবিরতিতে_সম্মত_মধ্যরাত_থেকে_কার্যকর
সুদানের সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ ৭২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরব এবং আমেরিকা মধ্যস্থতা করে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ২৫, ২০২৩ ১০:৫৪ Asia/Dhaka
  • সুদানের সামরিক বাহিনীর কয়েকজন সদস্য
    সুদানের সামরিক বাহিনীর কয়েকজন সদস্য

সুদানের সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফ ৭২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে সৌদি আরব এবং আমেরিকা মধ্যস্থতা করে।

গতকাল (সোমবার) দিনের প্রথম ভাগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। তিনি বলেন, দুদিনের দীর্ঘ আলোচনার পর দুপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয় যা গত মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। এর আগে কয়েক দফার যুদ্ধবিরতির প্রচেষ্টা চালানো হলেও তা বারবার ভেঙে যায়।

গতকাল শেষ বেলায় আরএসএফ নিশ্চিত করেছে যে, তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারা এই যুদ্ধবিরতি মেনে চলারও প্রতিশ্রুতি দিয়েছে। এর কয়েক ঘন্টা পর সুদানের সশস্ত্র বাহিনী নিজেদের ফেইসবুক পেইজে জানিয়েছে যে, তারা একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির ব্যাপারে আমেরিকা এবং সৌদি আরব মধ্যস্থতা করেছে বলে সুদানের সামরিক বাহিনী জানায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, দুপক্ষের মধ্যে কিভাবে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে কাজ করার জন্য একটি কমিটি গঠন করা হবে। এছাড়া, অস্থায়ী যুদ্ধবিরতি মেনে চলার জন্য সুদানের বিবদমান দুপক্ষের প্রতি তিনি জোরালো আহ্বান জানিয়েছেন।

সুদানের সামরিক বাহিনীর দুই কর্মকর্তার ক্ষমতার লড়াই থেকে গত ১৫ এপ্রিল সশস্ত্র বাহিনী এবং আরএসএফ’র মধ্যে সংঘাত শুরু হয়। এ পর্যন্ত এতে ৪৮৭ জন নিহত এবং ৩৭০০ মানুষ আহত হয়েছে। দুপক্ষের সংঘাতে হাসপাতাল এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানের পাশাপাশি বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতির পর সুদান থেকে বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ জোরদার করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/‌এমএআর/২৫