নিয়ন্ত্রণহীন তুর্কি নির্মিত বায়রাক্তার
কিয়েভের আকাশ থেকে নিজেদের ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন
ইউক্রেনের বিমান বাহিনী স্বীকার করেছে যে, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় তারা কিয়েভের আকাশ থেকে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে। তুরস্কের নির্মিত এ ড্রোনটি হঠাৎ করেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেটি ভূপতিত করা জরুরি হয়ে পড়ে।
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, ভূপাতিত এই ড্রোনটি তুর্কি নির্মিত বায়রাক্তার ড্রোন। ইউক্রেনের সামরিক বাহিনী আরো জানিয়েছে যে, রাজধানী কিয়েভের আকাশে নিয়ন্ত্রণহীনভাবে চক্কর দেয়ার ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা বেড়ে যাওয়ায় ড্রোনটি গুলি করে ভূপতিত করা হয়। এজন্য ইউক্রেনের সামরিক বাহিনী একটি ভ্রাম্যমান সেনা দল মোতায়েন করে।
এ ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে ইউক্রেনের সামরিক বাহিনী তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইউক্রেনের সামরিক বাহিনী ড্রোন ভূপাতিত করার ঘটনা স্বীকার করার কয়েক ঘণ্টা আগে সামাজিক মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, সোল্ডার ফায়ার্ড রকেটের সাহায্যে ড্রোনটিকে ভূপাতিত করা হচ্ছে।
৩০ সেকেন্ডের এই ভিডিও ফুটেজে দেখা যায়, ড্রোনটি ধীরে ধীরে ইউক্রেনের আকাশে উড়ছে। এর ব্যাকগ্রাউন্ডে ক্ষুদ্র আগ্নেয়াস্ত্রের গুলির শব্দ শোনা যাচ্ছে। পরে একটি রকেট ওই ড্রোনে আঘাত হানে এবং বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, ড্রোনটি পেচেরস্কি এলাকায় পড়েছে এবং সেখানে আগুন ধরে যায় তবে এতে কেউ হতাহত হয়নি।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/৫