ইউক্রেনের কারাগার থেকে থেকে রাশিয়ার তিন পাইলট মুক্ত, দেশে ফিরেছেন
https://parstoday.ir/bn/news/world-i122894-ইউক্রেনের_কারাগার_থেকে_থেকে_রাশিয়ার_তিন_পাইলট_মুক্ত_দেশে_ফিরেছেন
ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার তিন পাইলট মুক্তি লাভ করেছেন এবং তারা এরইমধ্যে দেশে ফিরে গেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শনিবার) একথা ঘোষণা করেছে। এদিকে, কিয়েভ জানিয়েছে, রাশিয়া থেকে তাদের ৫০ জন যোদ্ধা দেশে ফিরেছেন যাদের সবাই ন্যাশনাল গার্ডের সদস্য।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৭, ২০২৩ ১২:০৬ Asia/Dhaka
  • ইউক্রেনের কারাগার থেকে থেকে রাশিয়ার তিন পাইলট মুক্ত, দেশে ফিরেছেন

ইউক্রেনের কারাগার থেকে রাশিয়ার তিন পাইলট মুক্তি লাভ করেছেন এবং তারা এরইমধ্যে দেশে ফিরে গেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (শনিবার) একথা ঘোষণা করেছে। এদিকে, কিয়েভ জানিয়েছে, রাশিয়া থেকে তাদের ৫০ জন যোদ্ধা দেশে ফিরেছেন যাদের সবাই ন্যাশনাল গার্ডের সদস্য।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জটিল আলোচনা প্রক্রিয়ার মধ্যদিয়ে এই তিন পাইলটের মুক্তি নিশ্চিত করা হয়েছে। রাশিয়ার তিন পাইলট ইউক্রেনে বন্দি অবস্থায় মৃত্যুর ঝুঁকির মুখে ছিলেন বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়।
দেশে ফেরার পর এসব পাইলট প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং তাদেরকে মনস্ততাত্বিক সহযোগিতা দেয়া হচ্ছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রে আরমাক বলেছেন, রাশিয়ার কারাগার থেকে তাদের ৪৫ জন সেনা সদস্য দেশে ফিরেছেন যার মধ্যে তিনজন নারী ছিলেন। তিনি জানান, মুক্তি পাওয়া সেনাদের সবাই ন্যাশনাল গার্ডের সদস্য। 
যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত মস্কো এবং কিয়েভ বেশ কয়েকবার বন্দী বিনিময় করেছে। বন্দি বিনিময়ের ক্ষেত্রে অনেক সময় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা তুরস্ক মধ্যস্থতা করেছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।