ব্যাংক দেউলিয়া:
ব্যাংকে টাকার নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বিগ্ন মার্কিনিরা
ব্যাংকে রাখা আমানত নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে মার্কিন নাগরিকরা। আমেরিকার অর্ধেকেরও বেশি নাগরিক ব্যাংকে রাখা তাদের সঞ্চয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে।
মাত্র ২ মাসের ব্যবধানে আমেরিকার বৃহৎ ৩টি ব্যাংকের পতনের ঘটনায় ওই আশঙ্কা দেখা দিয়েছে। দেউলিয়াত্বের ঘটনা আমেরিকার ব্যাংকিং ব্যবস্থার সামগ্রিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বার্তা সংস্থা ইরনা আজ মার্কিন জরিপ সংস্থা গ্যালোপের জনমত জরিপের বরাত দিয়ে ওই খবর দিয়েছে। গ্যালোপ গত মাসে সমগ্র আমেরিকাব্যাপী অন্তত হাজার মানুষের ওপর ওই জরিপ চালায়। জরিপে দেখা গেছে অংশগ্রহণকারী শতকরা ৪৮ ভাগ মার্কিন নাগরিক ব্যাংকে রাখা তাদের আমানতের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন, তাদের মধ্যে শতকরা ২০ ভাগের মতো ভীষণ উদ্বিগ্ন।
গ্যালাপের বিশ্লেষকরা মনে করেন যে আমেরিকার জনগণের উদ্বেগের মাত্রা এখন ২০০৮ সালের মার্কিন অর্থনৈতিক সংকটকালীন উদ্বেগের মতো। বিগত ২ মাসের মধ্যে সিলিকন ভ্যালি, সিগনেচার ব্যাংক এবং সিলভারগেট ব্যাংকের পতন আমেরিকার ব্যাংকগুলোর ওপর থেকে তাদের নাগরিকদের আস্থা নড়বড়ে করে দিয়েছে।#
পার্সটুডে/এনএম/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।