‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হিটলারের পরিণতি বরণ করতে হবে’
https://parstoday.ir/bn/news/world-i123126-ইউক্রেনের_প্রেসিডেন্ট_জেলেনস্কিকে_হিটলারের_পরিণতি_বরণ_করতে_হবে’
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শেষ পর্যন্ত হিটলারের পরিণতি ভোগ করতে হতে পারে। ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে মেদভেদেভ গতকাল (শুক্রবার) এই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৩, ২০২৩ ১৩:০২ Asia/Dhaka
  • দিমিত্রি মেদভেদেভ
    দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শেষ পর্যন্ত হিটলারের পরিণতি ভোগ করতে হতে পারে। ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে মেদভেদেভ গতকাল (শুক্রবার) এই মন্তব্য করেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, “ক্রেমলিনের কর্মকর্তাদেরকে শেষ পর্যন্ত দুঃখজনক পরিণতি ভোগ করতে হবে।” এই বক্তব্যের নিন্দা জানিয়ে মেদভেদেভ বলেন, "আমরা জানি না কার পরিণতি কী হয়।" তবে তিনি জেলেনস্কিকে জার্মানির একনায়ক রুডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে পরাজয়ের আগ মুহূর্তে হিটলার আত্মহত্যা করেন। সে সময় সোভিয়েত ইউনিয়নের সেনারা বার্লিনে হামলা চালায়।
শুক্রবার ব্রিটিশ রাষ্ট্রীয় গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, "বিশ্বাস করুন, ক্রেমলিনের কর্মকর্তাদের খারাপ পরিণতি বরণ করতে হবে।" রাশিয়ার বর্তমান নেতৃত্বের দ্রুত মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেন, “নিশ্চিতভাবে তারা কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করবে না।” এই বক্তব্যের রেশ ধরে মেদভেদেভ বলেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট ক্রেমলিনের সবার মৃত্যু কামনা করেন।”
কয়েকদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের ওপর ড্রোন হামলা চালানো হয়। এরপর জেলেনস্কি এসব কথা বললেন। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।