‘প্রিয় বন্ধু’ এরদোগানকে অভিনন্দন জানালেন পুতিন
(last modified Mon, 29 May 2023 12:13:59 GMT )
মে ২৯, ২০২৩ ১৮:১৩ Asia/Dhaka
  •  ‘প্রিয় বন্ধু’ এরদোগানকে অভিনন্দন জানালেন পুতিন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান পুনঃনির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (রোববার) এরদোগান প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হন।

এরদোগানকে পাঠানো অভিনন্দন বার্তায় পুতিন রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে নিজের ব্যক্তিগত অবদানের জন্য তাকে ধন্যবাদ জানান।

বার্তায় তিনি তুর্কি প্রেসিডেন্টকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেছেন। পুতিন বলেন, "রাষ্ট্রের প্রধানের পদে থেকে নিঃস্বার্থে কাজ করার স্বাভাবিক ফল হিসেবে এই বিজয় এসেছে। আপনি যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব শক্তিশালী করার চেষ্টা করেছেন এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছেন তার প্রতি জনগণের সুস্পষ্ট সমর্থনের প্রমাণ এই বিজয়।" 

পুতিন তার শুভেচ্ছা বার্তায় আরো বলেছেন, ,"রাশিয়া-তুরস্ক সম্পর্ক শক্তিশালী করা ও দ্বিপক্ষীয় লাভজনক সহযোগিতা প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদানের উচ্ছ্বসিত প্রশংসা করি আমরা।"

পুতিন তার পাঠানো বার্তায় তুরস্কের পরমাণু বিদ্যুৎ স্থাপনা এবং গ্যাস হাব প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা উল্লেখ করেন। রুশ প্রেসিডেন্ট বলেন, "আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনার নতুন মেয়াদের জন্য সফলতা এবং আপনার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।"#

পার্সটুডে/এসআইবি/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।