পোল্যান্ডে ৫ লাখ মানুষের সরকার-বিরোধী বিক্ষোভ মিছিল
https://parstoday.ir/bn/news/world-i124034-পোল্যান্ডে_৫_লাখ_মানুষের_সরকার_বিরোধী_বিক্ষোভ_মিছিল
পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অন্তত পাঁচ লাখ মানুষ বর্তমান ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির বিরুদ্ধে সমালোচনা করে বলেছেন, এই দল দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করছে।
(last modified 2025-10-18T14:57:34+00:00 )
জুন ০৫, ২০২৩ ১৫:৩৯ Asia/Dhaka
  • পোল্যান্ডে ৫ লাখ মানুষের সরকার-বিরোধী বিক্ষোভ মিছিল

পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে অন্তত পাঁচ লাখ মানুষ বর্তমান ডানপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টির বিরুদ্ধে সমালোচনা করে বলেছেন, এই দল দেশের গণতান্ত্রিক মূল্যবোধ এবং বিচার বিভাগের স্বাধীনতা ধ্বংস করছে।

গতকালের (রোববার) এই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দেন পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক। তিনি বলেন, “আমরা এখানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য পাঁচ লাখ মানুষ জড়ো হয়েছি, এটি একটি রেকর্ড। কমিউনিস্ট শাসন থেকে মুক্তি পাওয়ার পর এটি হচ্ছে পোল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ।”

যদিও সরকারিভাবে গতকালের বিক্ষোভ মিছিলে যোগ দেয়া লোকজনের সংখ্যা জানানো হয়নি তবে ওয়ারশ সিটি হল একই ধরনের সংখ্যা উল্লেখ করেছে।

সাবেক প্রধানমন্ত্রী টুস্ক বলেন, “পুরো পোল্যান্ড, পুরো ইউরোপ এবং সারা বিশ্ব দেখুক এখানে আমরা কতটা শক্তিশালীভাবে উপস্থিত হয়েছি, আমরা কী রকমভাবে গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার জন্য প্রস্তুত, যেমনটি আমরা ৩০-৪০ বছর আগে করেছিলাম।”

১৯৮৯ সালে পোল্যান্ডে লেস ওয়ালেসার নেতৃত্বে পোল্যান্ডের সলিডারিটি ট্রেড ইউনিয়ন পার্টি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয় এবং এর মাধ্যমে দেশটি থেকে কমিউনিস্ট শাসনের পতনের সূচনা হয়। সেই বিজয়ের ৩৪তম বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানী ওয়ারশতে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।