ইউক্রেনের আরো একটি হামলা প্রতিহত করলো রাশিয়া, ৮টি লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস
https://parstoday.ir/bn/news/world-i124084-ইউক্রেনের_আরো_একটি_হামলা_প্রতিহত_করলো_রাশিয়া_৮টি_লেপার্ড_ট্যাঙ্ক_ধ্বংস
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের আরও একটি পাল্টা অভিযান ব্যর্থ করে দিয়েছেন। এই সংঘর্ষে জার্মানির সরবরাহ করা আটটি লেপার্ড ট্যাংক ধ্বংস হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৬, ২০২৩ ১৮:১৬ Asia/Dhaka
  • ইউক্রেনের আরো একটি হামলা প্রতিহত করলো রাশিয়া, ৮টি লেপার্ড ট্যাঙ্ক ধ্বংস

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা ইউক্রেনের আরও একটি পাল্টা অভিযান ব্যর্থ করে দিয়েছেন। এই সংঘর্ষে জার্মানির সরবরাহ করা আটটি লেপার্ড ট্যাংক ধ্বংস হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়।

মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে জানিয়েছে, একদিন আগে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়া ইউক্রেনের সেনারা পুনর্গঠিত হয়ে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে অভিযান চালায়। কিন্তু তারা রাশিয়ার সেনাদের পাল্টা হামলায় জটিল পরাজয়ের মুখে পড়ে। রাশিয়ার সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র, ট্যাংক ও মর্টার এবং বিপুল পরিমাণে অন্য গোলাবারুদ ব্যবহার করে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ২৮ ট্যাংক ধ্বংস করেছে যার মধ্যে আটটি লেপার্ড ট্যাংক রয়েছে। এছাড়া, ১০৯টি আরমার্ড ভেহিকেল ধ্বংস হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, ইউক্রেনের সেনারা সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে যে অভিযান চালানো শুরু করেছে তাতে এই পর্যন্ত ১৫০০ সেনা নিহত হয়েছে।#

পার্সটুডে/এনএম/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।