গ্রিস উপকূলে আবার জাহাজডুবি; ৭৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু 
https://parstoday.ir/bn/news/world-i124444
গ্রিস উপকূলের কাছে ভূমধ্যসাগরে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৯জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। এছাড়া, ডুবে যাওয়া জাহাজ থেকে একশ’র বেশি অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাহাজটি লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল। 
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ১৫, ২০২৩ ১১:৪৫ Asia/Dhaka
  • গ্রিস উপকূলে আবার জাহাজডুবি; ৭৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু 

গ্রিস উপকূলের কাছে ভূমধ্যসাগরে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৯জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। এছাড়া, ডুবে যাওয়া জাহাজ থেকে একশ’র বেশি অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাহাজটি লিবিয়া থেকে ইতালি যাচ্ছিল। 

জাহাজে কয়েকশ অভিবাসী ছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা আইওএম’র কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ গ্রিসের উপকূলীয় শহর পাইলোসের প্রায় ৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিকে প্রথম দেখতে পায়।

এর কয়েক ঘণ্টা পরই জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গ্রিসের উপকূল রক্ষীরা উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রচণ্ড জড়ো হাওয়ার  কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হয়। বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে যে, যাত্রীদের বেশিরভাগেরই বয়স ২০ বছরের আশেপাশে। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, জাহাজটিতে ৫০০ থেকে ৭০০ জন যাত্রী ছিলেন। গ্রিসের উপকুল রক্ষীরা জানিয়েছে, ভূমধ্যসাগরের গভীরতম অংশের একটিতে জাহাজটি ডুবে গেছে।

জাহাজে থাকা যাত্রীদের পরিচয় জানা যায়নি। জীবিত উদ্ধার করা লোকজনকে গ্রিসের কালামাতা শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অন্যতম প্রধান পথ হচ্ছে গ্রিস।


পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।