ওয়াগনার গ্রুপের ঘটনা ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রভাব ফেলবে না
https://parstoday.ir/bn/news/world-i124820-ওয়াগনার_গ্রুপের_ঘটনা_ইউক্রেনের_বিরুদ্ধে_সামরিক_অভিযানে_প্রভাব_ফেলবে_না
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দেশের আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের কথিত বিদ্রোহের ঘটনা কোনো অবস্থাতেই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অবস্থানের ওপর প্রভাব ফেলবে না। তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের কথিত পাল্টা অভিযান ব্যর্থ করে দেবেই।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৬, ২০২৩ ১৬:০১ Asia/Dhaka
  • দিমিত্রি পেসকভ
    দিমিত্রি পেসকভ

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দেশের আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের কথিত বিদ্রোহের ঘটনা কোনো অবস্থাতেই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অবস্থানের ওপর প্রভাব ফেলবে না। তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের কথিত পাল্টা অভিযান ব্যর্থ করে দেবেই।

পেসকভ বলেন, “ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে, আমাদের সেনারা যুদ্ধক্ষেত্রে তাদের বিরত্ব প্রদর্শন করছে। তারা সম্পূর্ণ কার্যকর ও সফলতার সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর কথিত পাল্টা অভিযান মোকাবেলা করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।গতকাল (রোববার) শেষ বেলায় ক্রেমলিনের মুখপাত্র এসব কথা বলেন। স্থানীয় গণমাধ্যমগুলো তার এ বক্তব্য তুলে ধরেছে।

এর আগে গত শুক্রবার রাশিয়ার আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেরি প্রিগোজিন রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তার বাহিনীর ওপর হামলা চালানোর অভিযোগ তোলেন। এরপর তিনি রাজধানী মস্কো অভিমুখে গ্রুপের সদস্যদের নিয়ে মার্চ করার হুমকি দেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনার গ্রুপের প্রধানের দাবি নাকচ করে বলেন, প্রিগোজিনের এই তৎপরতাকে রাশিয়ার পিঠে ছুরি মারার শামিল বলে মন্তব্য করেন। তিনি বলেন, যেকোন মূল্যেই রাশিয়ার সেনারা ওয়াগনার গ্রুপের বিদ্রোহ দমন করবে। পরে বেলারুশের মধ্যস্থতায় মস্কো এবং ওয়াগনার গ্রুপের মধ্যে সমঝোতা হয়।

এদিকে ক্রেমলিন জানিয়েছে, ওয়াগনার গ্রুপের যেসব সদস্য রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তাদেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয় রিক্রুট করবে। এছাড়া গ্রুপের প্রধানের বিরুদ্ধে রুশ সরকার দেশদ্রোহিতার যে মামলা করেছিল তা বাতিল করেছে।#

পার্সটুডে/এমএমআই/‌২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।