ইউক্রেনকে আমেরিকার সরবরাহ করা ব্র্যাডলি ফাইটিং ভেহিকেল শতকরা ১৫ ভাগ ধ্বংস
https://parstoday.ir/bn/news/world-i124868
রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের জন্য আমেরিকা ইউক্রেনকে যে ১১৩টি ব্র্যাডলি ফাইটিং ভেহিকেল সরবরাহ করেছে তার মধ্যে ১৭টি রুশ সেনাদের হাতে ধ্বংস হয়ে গেছে। এ খবর দিয়েছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুন ২৭, ২০২৩ ১৩:৫৮ Asia/Dhaka
  • ইউক্রেনকে আমেরিকার সরবরাহ করা ব্র্যাডলি ফাইটিং ভেহিকেল শতকরা ১৫ ভাগ ধ্বংস

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযানের জন্য আমেরিকা ইউক্রেনকে যে ১১৩টি ব্র্যাডলি ফাইটিং ভেহিকেল সরবরাহ করেছে তার মধ্যে ১৭টি রুশ সেনাদের হাতে ধ্বংস হয়ে গেছে। এ খবর দিয়েছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস।

অজ্ঞাত একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি এক প্রতিবেদনে বলেছে, নির্ধারিত সময়ের আগেই ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা অভিযান শুরু করেছে এবং এজন্য ব্র্যাডলি ফাইটিং ভেহিকেলসহ বিপুল পরিমাণে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রুশ সেনাদের হাতে ধ্বংস হয়েছে। এর অর্থ দাঁড়ায় এই কথিত পাল্টা অভিযানে ইউক্রেনকে চড়া মূল্য দিতে হচ্ছে।

নিউ ইয়র্ক টাইমস বলছে, রাশিয়ার বিস্তৃত মাইন ফিল্ডের ভেতর দিয়ে ইউক্রেনের সেনাদের অগ্রাভিযান বিশেষভাবে বিপজ্জনক হয়ে পড়েছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সমতল এবং খোলা মাঠের মধ্যদিয়ে এই ঝুঁকিপূর্ণ অভিযান চালাতে হচ্ছে এবং এ পর্যন্ত ইউক্রেনের সেনারা রাশিয়ার কাছ থেকে কার্যত কোনো ভূমি উদ্ধার করতে পারেনি। 

নিউ ইয়র্ক টাইমস দাবি করছে, এই যুদ্ধে রাশিয়ার কেএ-৫২ হেলিকপ্টার ইউক্রেনের সেনাদের জন্য বাড়তি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই হেলিকপ্টার ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লার বাইরে থেকে শত্রুপক্ষের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ফলে ইউক্রেনের এই পাল্টা অভিযান কোথাও কোথাও বন্ধ করে দিতে হয়েছে। নিউ ইয়র্ক টাইমস আরো দাবি করছে, ইউক্রেনের সেনারা এখন তাদের যুদ্ধকৌশল নতুন করে নির্ধারণ করছে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জনগণকে ভিন্ন তথ্য দিচ্ছেন এবং তারা বলছেন- প্রধান যুদ্ধক্ষেত্রগুলোতে তাদের সেনারা রাশিয়ার বিরুদ্ধে এগিয়ে চলেছে।#

পার্সটুডে/এসআই/জিএআর/২৭