ওয়াগনার বিদ্রোহ সম্পর্কে পশ্চিমাদের ব্যাখ্যা দিতে বাধ্য নয় মস্কো: রুশ পররাষ্ট্রমন্ত্রী
-
সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সম্প্রতি দেশে ওয়াগনার প্রাইভেট মিলিটারি গ্রুপের পক্ষ থেকে বিদ্রোহের চেষ্টার পর রাশিয়ার স্থিতিশীলতা সম্পর্কে পশ্চিমা দেশগুলোকে আশ্বস্ত করতে বাধ্য নয় মস্কো।
গতকাল (বৃহস্পতিবার) তিনি সাংবাদিকদের বলেন, “আমরা কারোর কাছে কোনকিছু ব্যাখ্যা করতে কিংবা কাউকে কোনো আশ্বাস দিতে বাধ্য নই।"
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা সবকিছুই স্বচ্ছতার সাথে করছি। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুুতিন এবং রাশিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা সবাই ওয়াগনার সামরিক গোষ্ঠীর বিদ্রোহ সম্পর্কে কথা বলেছেন।”
ল্যাভরভ বলেন, যদি পশ্চিমা কোনো দেশের এ বিষয়ে কোনো রকম সন্দেহ থাকে সেটা তার সমস্যা।
ল্যাভরভ আরো বলেন, রাশিয়া যেকোন চ্যালেঞ্জ কাটিয়ে উঠে সবসময় শক্তিশালী হয়েছে। সাম্প্রতিক ওয়াগনার বিদ্রোহকে তিনি "সাময়িক কষ্ট ছাড়া আর কিছু নয়" বলে উল্লেখ করেন।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।