পাল্টা হামলার জন্য এখনও প্রতিশ্রুত সমরাস্ত্র পাইনি: ইউক্রেন
https://parstoday.ir/bn/news/world-i125048-পাল্টা_হামলার_জন্য_এখনও_প্রতিশ্রুত_সমরাস্ত্র_পাইনি_ইউক্রেন
ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জুলুঝনি বলেছেন, পশ্চিমা দেশগুলো প্রতিশ্রুত সমরাস্ত্র না দেয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে তার বাহিনীর পাল্টা হামলা স্তিমিত হয়ে পড়েছে। তিনি গতকাল মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের পাল্টা হামলা শক্তিশালী করতে হলে প্রতিটি সমরাস্ত্রের চালান আরো বাড়াতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০২, ২০২৩ ১০:৪৭ Asia/Dhaka
  • জেনারেল ভ্যালেরি জুলুঝনি
    জেনারেল ভ্যালেরি জুলুঝনি

ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জুলুঝনি বলেছেন, পশ্চিমা দেশগুলো প্রতিশ্রুত সমরাস্ত্র না দেয়ার কারণে রাশিয়ার বিরুদ্ধে তার বাহিনীর পাল্টা হামলা স্তিমিত হয়ে পড়েছে। তিনি গতকাল মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনের পাল্টা হামলা শক্তিশালী করতে হলে প্রতিটি সমরাস্ত্রের চালান আরো বাড়াতে হবে।

জেনারেল জুলুঝনি বলেন, এফ-১৬ যুদ্ধবিমানসহ পশ্চিমা দেশগুলো কিয়েভকে যেসব সমরাস্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিল তার ধীরগতির হস্তান্তরে তিনি হতাশ হয়ে পড়েছেন। ইউক্রেনের সেনাপ্রধান তার দেশের সমরাস্ত্রের চাহিদা পূরণ করার জন্য নিজের মার্কিন সমকক্ষ মার্ক মিলির প্রতি আহ্বান জানান।

ইউক্রেনের সেনাপ্রধান এমন সময় এ আহ্বান জানালন যখন ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য হাঙ্গেরি বলেছে,  এই ইউনিয়নের পক্ষ থেকে এ পর্যন্ত ইউক্রেনকে যে ৭,০০০ কোটি ইউরো দেয়া হয়েছে তা কীভাবে খরচ করেছে তার ব্যাখ্যা অবশ্যই কিয়েভ সরকারকে দিতে হবে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ইউরোপীয় কমিশন ইউক্রেনকে আরো পাঁচ হাজার কোটি ইউরো দেয়ার যে পরিকল্পনা নিয়েছে; আগের ৭,০০০ কোটি ইউরো খরচের হিসাব না দেয়া পর্যন্ত নতুন করে অর্থ যোগান দিতে দেবে না হাঙ্গেরি। এই পর্যন্ত ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে অর্থ ও অস্ত্র দেয়া হয়েছে সে ব্যাপারে হাঙ্গেরির সঙ্গে ব্রাসেলসের সব সময় মতভিন্নতা ছিল।

তিনি আরো বলেন, "ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে তহবিল আমাদের পাওয়ার কথা তা পাবো না, অথচ ইউক্রেনকে চাওয়া মাত্রই আমরা অর্থ বরাদ্দ দিয়ে দেব -এটা হাস্যকর এবং উদ্ভট কথা।"#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।