সাহারা মরুভূমিতে বিদ্রোহীদের দমনে ইসরাইলি ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করছে মরক্কো
আফ্রিকার দেশ মরক্কো সাম্প্রতিক বছরগুলোতে ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে বহু সংখ্যক ড্রোন কিনেছে এবং সেগুলো সাহারা মরুভূমির সাহারাভি এলাকার জনগণের ওপর ব্যবহার করছে।
ইহুদিবাদী ইসরাইলের সহযোগিতায় ওই এলাকার জনগণের ওপর রাবাত সরকার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং মাঝেমধ্যেই তাদেরকে হয়রানি করছে।
সিদি ওগাল নামে মরক্কোর একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা ইন্টারসেপ্ট গণমাধ্যমকে বলেন, ইসরাইল থেকে কেনা ড্রোন পশ্চিম সাহারা অঞ্চলে ব্যবহার করা হচ্ছে। প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী এ কর্মকর্তা জানান, এসব ড্রোন গোয়েন্দা নজরদারি এবং বিদ্রোহীদের ওপর সরাসরি হামলার কাজে ব্যবহার করা হচ্ছে।
আবওয়া আলী নামে একজন সেনা কমান্ডার জানান, তিনি নিজে ব্যক্তিগতভাবে ইসরাইলি ক্ষেপণাস্ত্র দেখেছেন যার গায়ে হিব্রু ভাষায় লেখা রয়েছে।
ইসরাইল থেকে কেনা হেরন টিপি এবং হার্মেস-৯০০ ড্রোন নজরদারি এবং হামলা দুই কাজেই ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, হ্যারপ নামে একটি ড্রোন শুধুমাত্র হামলার কাজে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে হ্যারপ ড্রোন গুরুত্বপূর্ণ টার্গেট লক্ষ্য করে ব্যবহার করা হয়।
সাহরাভি এলাকার একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, ইসরাইলি ড্রোনের কারণে এরইমধ্যে মরক্কোর সামরিক বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে কি বিরাট পার্থক্য তৈরি হয়ে গেছে।
মরক্কোর কর্মকর্তারা জানান সাহারা অঞ্চলের বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য ইসরাইলে সামরিক কর্মকর্তাদের পরামর্শ নেয়া হচ্ছে এবং ইসরাইলি সামরিক কর্মকর্তারা মরক্কো বিমান বাহিনীতে কাজ করছে।#
পার্সটুডে/এসআইবি/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।