জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলল ইরান
https://parstoday.ir/bn/news/world-i125198-জাতিসংঘের_ফ্যাক্ট_ফাইন্ডিং_মিশনকে_রাজনৈতিক_উদ্দেশ্যপ্রণোদিত_বলল_ইরান
২০২২ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানে সংঘটিত দাঙ্গার ঘটনা তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এবং তার রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, জাতিসংঘের পক্ষ  থেকে এই ধরনের তদন্ত কমিশন গঠন করার ভেতরে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৬, ২০২৩ ০৯:৪৩ Asia/Dhaka
  • জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলল ইরান

২০২২ সালে ইসলামি প্রজাতন্ত্র ইরানে সংঘটিত দাঙ্গার ঘটনা তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এবং তার রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, জাতিসংঘের পক্ষ  থেকে এই ধরনের তদন্ত কমিশন গঠন করার ভেতরে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। 

কুর্দি নারী মাহসা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে গত বছরের মে মাসে বিদেশি মদদপুষ্ট কিছু ব্যক্তি বড় রকমের দাঙ্গা সহিংসতার ঘটনা ঘটায়।

মাহসা আমিনি

গতকাল জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৩তম অধিবেশনে ইরানের জাতীয় মানবাধিকার কমিশনের সচিব কাজেম গরিবাবাদী বলেন, অত্যন্ত ধৈর্য এবং দায়িত্বশীলতার সাথে ওই দাঙ্গা পরিস্থিতি মোকাবেলার পরও ইরানের বিরুদ্ধে এই ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের বিষয়টি জাতিসংঘের দ্বিচারিতা এবং কপটতা ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, যেসব দেশ ইরানে এই দাঙ্গা ও সহিংসতার উস্কানি দিয়েছে তারাই পরবর্তীতে এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের ব্যবস্থা করেছে।

জাতিসংঘ মানবাধিকার কমিশন মিশনের রিপোর্টে দাঙ্গার জন্য ইরান সরকারকে দায়ী করে বলা হয়েছে, ২০২২ সালের ওই দাঙ্গার সহিংসতা দমনে ইরান সরকার কঠোরতা অবলম্বন করেছে। পাশাপাশি দাঙ্গা সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তীতে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নিয়েছে। ইরান সরকার বরাবরই এ ব্যাপারে নিজেদের দায়িত্বশীলতার কথা জানিয়ে আসছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/৬