উত্তর কোরিয়া-আমেরিকা উত্তেজনা
পীৎসাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লো পিয়ংইয়ং
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে বেড়ে চলা উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া পীৎসাগরে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। চীন এবং কোরিয় উপদ্বীপের মধ্যে এই সাগর অবস্থিত।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, স্থানীয় সময় ভোর চারটার দিকে উত্তর কোরিয়া এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস অফ স্টাফ বলেন, তার দেশ ও আমেরিকার গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি বিশ্লেষণ করছে এবং উত্তর কোরিয়া আরো কী ধরনের পদক্ষেপ নিতে পারে তা পর্যবেক্ষণ করছে।
উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে এখন সবচেয়ে খারাপ সম্পর্ক বিরাজ করছে। গত বুধবার আমেরিকা এবং দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ার করে জাপান সাগরে দুটি ব্যালিস্ট ক্ষেপণাস্ত্র ছুড়েছিল উত্তর কোরিয়া। তার আগে আমেরিকা দক্ষিণ কোরিয়ার বন্দরে একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করে।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/২২