মস্কোর ওপর ইউক্রেনের ড্রোন হামলা ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’
https://parstoday.ir/bn/news/world-i125956-মস্কোর_ওপর_ইউক্রেনের_ড্রোন_হামলা_আন্তর্জাতিক_সন্ত্রাসবাদ’
মস্কোর ওপর যে ড্রোন হামলার চেষ্টা হয়েছে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০২৩ ১৮:২২ Asia/Dhaka
  • মস্কোর ওপর ইউক্রেনের ড্রোন হামলা ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ’

মস্কোর ওপর যে ড্রোন হামলার চেষ্টা হয়েছে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ (সোমবার) সকালে ইউক্রেনের পাঠানো দুটি ড্রোন বিধ্বস্ত হয়ে মস্কোর কয়েকটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, এটি নিতান্তই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে ড্রোন দুটিকে ধ্বংস করা হয়।

রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, মস্কো শহরের কেন্দ্রস্থলের কমসোমোলস্কি প্রসপেক্ট এলাকায় কয়েকটি ড্রোন দেখা যায়। ওই এলাকাটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর থেকে খুব বেশি দূরে নয়। আরেকটি ড্রোন রাজধানীর দক্ষিণ অংশের বিজনেস সেন্টারের কাছে বিধ্বস্ত হয়।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন বিধ্বস্ত হওয়ার পরপরই দুটি এলাকাতে যান চলাচল বন্ধ হয়ে যায় তবে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি কিংবা কোনো ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।#
পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।