আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i125974-আবার_ব্যালিস্টিক_ক্ষেপণাস্ত্রের_পরীক্ষা_চালাল_উত্তর_কোরিয়া
নিজের পূর্ব উপকূলে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ (মঙ্গলবার) সকালে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৫, ২০২৩ ০৯:৩৬ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়ার সিউলে একটি রেলওয়ে স্টেশনে টেলিভিশনের পর্দায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখছেন কিছু কোরিয়ান জনগণ।
    দক্ষিণ কোরিয়ার সিউলে একটি রেলওয়ে স্টেশনে টেলিভিশনের পর্দায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দেখছেন কিছু কোরিয়ান জনগণ।

নিজের পূর্ব উপকূলে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ (মঙ্গলবার) সকালে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয় বলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার একটি নৌঘাঁটিতে আমেরিকার পরমাণু শক্তিচালিত দ্বিতীয় সাবমেরিন নোঙ্গর করার পর উত্তর কোরিয়া এ পদক্ষেপ নিল। জাপানও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। জাপানের সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, আজ উত্তর কোরিয়া হয়তো কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

কোরীয় উপত্যকায় মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকার যৌথ সামরিক মহড়া ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। গতকাল (সোমবার) দক্ষিণ কোরিয়ার বন্দরে আরও একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় দুটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন মোতায়েন করল আমেরিকা।

সোমবার দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সজ্জিত ইউএসএস আনাপোলিস নামের সাবমেরিনটি চলতি মাসেই সেজু দ্বীপে পৌঁছেছে। সাবমেরিনটি বিভিন্ন ধরনের অভিযানে অংশ নেবে বলে জানানো হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।