ইউক্রেন বিষয়ক শান্তি সম্মেলনে প্রতিনিধি দল পাঠাবে চীন
(last modified Sat, 05 Aug 2023 08:22:36 GMT )
আগস্ট ০৫, ২০২৩ ১৪:২২ Asia/Dhaka
  • চীনা প্রতিনিধি লি হুই (ডানে)
    চীনা প্রতিনিধি লি হুই (ডানে)

সৌদি আরবের আমন্ত্রণে ইউক্রেন বিষয়ক যে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে প্রতিনিধি দল পাঠাবে চীন। গতকাল (শুক্রবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

এতে বলা হয়েছে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরেশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি লি হুই এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি আরব এই শান্তি সম্মেলনের আয়োজন করেছে এবং চীন এরইমধ্যে এই দাওয়াত গ্রহণ করেছে।

আজ এবং আগামীকাল সৌদি আরবের জেদ্দা নগরীতে এই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। বিশ্বের প্রায় ৩০টি দেশকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে যার মধ্যে আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ডের মতো দেশ রয়েছে। তবে রাশিয়াকে এই সম্মেলনে দাওয়াত দেয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কূটনীতিকের বরাত দিয়ে মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল গত সপ্তাহে এক প্রতিবেদনে বলেছে, এই সংকট সমাধানের জন্য চীন যাতে অন্তত আংশিক ভূমিকা রাখে সেজন্য সৌদি আরবকে এই সম্মেলন অনুষ্ঠানের দায়িত্ব দেয়া হয়েছে। সৌদি আরবের সাথে চীনের বিশেষ সুসম্পর্ক রয়েছে।

এই সম্মেলনে ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মিশর এবং মেক্সিকোকেও দাওয়াত দেয়া হয়েছে। সেক্ষেত্রে ব্রিকসভুক্ত দেশ হিসেবে শুধু মাত্র রাশিয়া এই দাওয়াতের বাইরে রয়েছে।গত ফেব্রুয়ারি মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলমান যুদ্ধের অবসান এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য ১২ দফা একটি প্রস্তাব উপস্থাপন করেন।

তবে মার্কিন কর্মকর্তারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, এটি শুধু রাশিয়াকে লাভবান করবে। সে সময় ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছিলেন, চীনের ওপরে যথেষ্ট ভরসা করা যায় না, কারণ ইউক্রেনের বিরুদ্ধে হামলার জন্য তারা রাশিয়াকে নিন্দা জানাতে অস্বীকার করেছে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ