বেশিরভাগ জার্মান ইউক্রেনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিরোধী
https://parstoday.ir/bn/news/world-i126628-বেশিরভাগ_জার্মান_ইউক্রেনে_দীর্ঘ_পাল্লার_ক্ষেপণাস্ত্র_পাঠানোর_বিরোধী
রাশিয়ার কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিরোধিতা করেছে জার্মানির বেশিরভাগ মানুষ। ধারণা করা হয় এ ধরনের ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাবে, তাতে যুদ্ধের পরিধি মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ০৯, ২০২৩ ২১:০২ Asia/Dhaka
  • বেশিরভাগ জার্মান ইউক্রেনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিরোধী

রাশিয়ার কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিরোধিতা করেছে জার্মানির বেশিরভাগ মানুষ। ধারণা করা হয় এ ধরনের ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাবে, তাতে যুদ্ধের পরিধি মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে।

জার্মানির দুটি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে ফোর্সা গবেষণা ইনস্টিটিউট এই জনমত জরিপ চালিয়েছে, তাতে দেখা যায়- দেশটির শতকরা ২৮ ভাগ মানুষ চায় তাদের সরকার ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ট্যুরেস ক্ষেপণাস্ত্র  সরবরাহ করুক। অন্যদিকে, শতকরা ৬৬ ভাগ মানুষ এই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিরোধিতা করেছে।

ট্যুরেস ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং এর পাল্লা ৫০০ কিলোমিটার। ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে ইউক্রেনের সেনারা মস্কোয় হামলা চালাতে সক্ষম হবে বলে ধারণা করা হয়। গত মে মাস থেকে ইউক্রেনের সরকার জার্মানির কাছে ট্যুরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার দাবি জানিয়ে আসছে। কিন্তু জার্মান সরকার সন্দেহ করছে- এ ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেন রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাবে, তাতে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

একই ধরনের উদ্বেগ প্রকাশ করে আসছেন জার্মান চ্যান্সেলার ওলাফ শোলয। গত মাসে তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি একমত যে, ইউক্রেনকে এমন কোনো অস্ত্র সরবরাহ করা উচিত হবে না যা রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনতে পারে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।